‘বলিদান’ চিহ্ন হাতে খেলতে পারবেন ধোনি? সিদ্ধান্ত জানাল আইসিসি

লন্ডন: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ‘বলিদান’ চিহ্ন হাতে ধোনি খেলতে পারবেন কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল আইসিসি৷ বিসিসিআইয়ের আর্জি খারিজ করে আইসিসির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মহেন্দ্র সিং ধোনি তাঁর গ্লাভসে সেনার ‘বলিদান’ লোগো ব্যবহার করতে পারবেন না৷ ধোনির গ্লাভস বিতর্ক শুরু হতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়, সেনার ‘বলিদান’

‘বলিদান’ চিহ্ন হাতে খেলতে পারবেন ধোনি? সিদ্ধান্ত জানাল আইসিসি

লন্ডন: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ‘বলিদান’ চিহ্ন হাতে ধোনি খেলতে পারবেন কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল আইসিসি৷ বিসিসিআইয়ের আর্জি খারিজ করে আইসিসির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মহেন্দ্র সিং ধোনি তাঁর গ্লাভসে সেনার ‘বলিদান’ লোগো ব্যবহার করতে পারবেন না৷

ধোনির গ্লাভস বিতর্ক শুরু হতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়, সেনার ‘বলিদান’ লোগো ব্যহার করে করতে পারেন৷ এতে ধোনি বোর্ডের কোনও নিয়ম ভাঙেননি৷ বিসিসিআইয়ের এই আবেদন খারিজ করে নিজেদের অবস্থান স্পষ্ট করে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি৷ তারা সাফ জানিয়ে দিয়েছে, ওই লোগো দেওয়া গ্লাভস পরে বিশ্বকাপ ক্রিকেট খেলতে পারবেন না ধোনি৷

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে ধোনির গ্লাভসে প্যারা স্পেশাল ফোর্সের আত্মবলিদানের প্রতীকচিহ্ন দেখা গিয়েছিল৷ যাকে সেনাকর্মীরা বলে থাকেন, ফ্লাইং ড্যাগার বা বলিদান চিহ্ন৷

অভিযোগ, পাকিস্তানের আপত্তিতে আইসিসি হঠাৎ ধোনির গ্লাভস থেকে ‘বলিদান’ চিহ্ন সরিয়ে নেওয়ার জন্য বিসিসিআইকে অনুরোধ জানায়৷ তার পরেই শুরু হয় বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 12 =