দুঃসংবাদ! কেন বন্ধ হয়ে গেল “কু”?

দিল্লি: ভারতীয় স্টার্টআপ জগতে দুঃসংবাদ। বন্ধ হয়ে গেল দেশিয় মাইক্রোব্লগিং স্টার্টআপ ‘কু’। অথচ, মাত্র দুই বছর আগেই টুইটারকে হারানোর দৌড়ে ছিল তারা। সেই সময় কু-এর…

দিল্লি: ভারতীয় স্টার্টআপ জগতে দুঃসংবাদ। বন্ধ হয়ে গেল দেশিয় মাইক্রোব্লগিং স্টার্টআপ ‘কু’।

অথচ, মাত্র দুই বছর আগেই টুইটারকে হারানোর দৌড়ে ছিল তারা। সেই সময় কু-এর লাইক রেশিও ছিল ১০ শতাংশ, টুইটারের থেকে ৭-১০ গুণ বেশি। সংস্থার সহ-প্রতিষ্ঠারা জানিয়েছেন, ২০২২ সালে ভারতে টুইটারকে হারানোর থেকে মাত্র কয়েক মাস দূরে ছিল কু। তাঁরা আরও দাবি করেছেন, টুইটারের থেকে অনেক কম সময়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল কু। টুইটারের থেকে তাদের সিস্টেম অনেক ভালো ছিল। অ্যালগরিদমেও অনেক এগিয়ে ছিল বলে দাবি করেছে তারা। তাহলে দুই বছরের মধ্যে কী হল?

কু বলছে, পার্টনারশিপ বা অংশীদারিত্বের আলোচনা ফেইল করার কারণেই তারা পরিষেবা বন্ধ করে দিচ্ছে। একাধিক বৃহত্তর ইন্টারনেট সংস্থা, সমষ্টি এবং মিডিয়া হাউসের সঙ্গে পার্টনারশিপের জন্য আলোচনা করেছে কু। কিন্তু আলোচনাগুলি ফলপ্রসু হয়নি। অধিকাংশ সংস্থাই নাকি ব্যবহারকারীদের তৈরি কনটেন্ট এবং সোশ্যাল মিডিয়া সংস্থার ‘বন্য প্রকৃতি’র বলে পিছিয়ে গেছে। কয়েকজন চুক্তি স্বাক্ষর করার প্রায় কাছাকাছি গিয়েও মত বদলেছে। আর তার জন্যই এই সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *