দেশের সেরা অধিনায়ক কে? দাদা না ধোনি? বিতর্কে আগুন জ্বালাল আইসিসি!

দয়াদিল্লি: দু’জনেই দেশের সর্বকালের সেরা অধিনায়ক৷ এক দিনের ব্যবধানে তাঁদের জন্মদিন৷ ৭ জুলাই মহেন্দ্র সিং ধোনি ও আজ ৮ জুলাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন৷ দুই সেরা অধিনায়কের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের আগুন উস্কে দিল আইসিসি৷ আইসসিসি তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়ায় সৌরভ-ধোনিকে একটি ছবি পোস্ট করেছে৷ পোস্টে লেখা হয়েছে, ‘ভারতের দুই সেরা অধিনায়ক৷ এক দিনের

দেশের সেরা অধিনায়ক কে? দাদা না ধোনি? বিতর্কে আগুন জ্বালাল আইসিসি!

দয়াদিল্লি: দু’জনেই দেশের সর্বকালের সেরা অধিনায়ক৷ এক দিনের ব্যবধানে তাঁদের জন্মদিন৷ ৭ জুলাই মহেন্দ্র সিং ধোনি ও আজ ৮ জুলাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন৷ দুই সেরা অধিনায়কের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের আগুন উস্কে দিল আইসিসি৷

আইসসিসি তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়ায় সৌরভ-ধোনিকে একটি ছবি পোস্ট করেছে৷ পোস্টে লেখা হয়েছে, ‘ভারতের দুই সেরা অধিনায়ক৷ এক দিনের ব্যবধানে তাঁদের জন্মদিন৷ কাকে এগিয়ে রাখবেন আপনি?’ আইসিসির তরফে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট হতেই শুরু হয়ে গিয়েছে জোর বিতর্ক৷ কেউ কছেন ধোনিকে সমর্থন৷ কেউ বা আবার দাদার দিকে৷ আইসিসির এই পোস্ট এখন ক্রিকেটপ্রেমীদের আড়াআড়ি বিভক্ত করে দিয়েছে৷ চলছে, কমেন্টের বন্যা৷

তাহলে আপনিই বা কেন চুপ করে বলে থাকবেন? জানিয়ে ফেলুন আপনার মন্তব্য৷ কে সেরা? দাদা না ধোনি? দেখা যাক, নেট বিশ্বের এই যুদ্ধে আপনি কাকে জেতান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =