আজও বৃষ্টি হলে কী হবে ভারতের বিশ্বকাপ ভাগ্য?

লন্ডন: সবার চোখ আজ আকাশের দিকে৷ মঙ্গলবারের বৃষ্টিতে ভেস্তে গিয়েছে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ৷ আজ, বুধবার ফের শুরু হবে অসমাপ্ত ম্যাচ৷ কিন্তু, আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাঞ্চেস্টারে৷ ফলে মাঝেমধ্যেই খেলা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ আর যদি আজ নতুন করে খেলা চালু করা যায়, তাহলে ৪৬ ওভারে ২৪৬ রান করতে হবে ভারতকে৷ বৃষ্টির পর পিচের

আজও বৃষ্টি হলে কী হবে ভারতের বিশ্বকাপ ভাগ্য?

লন্ডন: সবার চোখ আজ আকাশের দিকে৷ মঙ্গলবারের বৃষ্টিতে ভেস্তে গিয়েছে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ৷ আজ, বুধবার ফের শুরু হবে অসমাপ্ত ম্যাচ৷ কিন্তু, আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাঞ্চেস্টারে৷ ফলে মাঝেমধ্যেই খেলা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ আর যদি আজ নতুন করে খেলা চালু করা যায়, তাহলে ৪৬ ওভারে ২৪৬ রান করতে হবে ভারতকে৷ বৃষ্টির পর পিচের কী হাল থাকে, তার উপর নির্ভর করছে খেলার ভবিষ্যৎ৷

আজ বৃষ্টির ভ্রুকুটি দেখা দেওয়ায় খেলা বিঘ্নিত হলে ২০-২০ ওভারের অংকে নতুন টার্গেট ঠিক করা হতে পারে৷ তবে একান্তই খেলা সম্ভব না হয় তাহলে পয়েন্ট তালিকায় নিউজিল্যান্ডের উপরে থাকায় ১৪ জুলাই লর্ডসে ফাইনালে খেলার টিকিট পেয়ে যাবে টিম ইন্ডিয়া৷

আইসিসির নিয়ম বলছে, প্রথমদিনে যেখানে খেলা শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হবে দ্বিতীয় দিনে৷ রস টেলর (৬৭) ও টম লাথাম (৩) ৪৬.২ ওভার থেকে ব্যাট করবেন৷ নিউজিল্যান্ড যে টার্গেট খাড়া করবে ভারতের সামনে, সেটা তাড়া করতে হবে কোহলি বাহিনীকে৷ কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, বুধবারও যদি বৃষ্টিতে খেলা না হয়, তাহলে কী হবে? সেক্ষেত্রে লিগ পর্বে পয়েন্ট তালিকায় নিউজিল্যান্ডের উপরে শেষ করায় ভারত ফাইনালে পৌঁছে যাবে৷

আর বৃষ্টির কারণে যদি ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি প্রয়োগ হয়, তাহলে ভারতের ল‌ড়াই কিছুটা হলেও কঠিন হবে৷ কারণ, কমপক্ষে ২০ ওভারের ম্যাচ হলে ভারতকে করতে হবে ১৪৮ রান। যদি ৪৬ ওভারের খেলা হয়, তাহলে ভারতের টার্গেট হবে ২৩৭। চল্লিশ ওভারের খেলায় কোহলিদের ২২৩ রান করে জিততে হবে৷ ৩৫ ওভারে টার্গেট আরও চাপ বাড়াবে টিম ইন্ডিয়ার উপর৷ প্রতিটি ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে, নিউজিল্যান্ডের রান রেটের তুলনায় ভারতের আস্কিং রেট অনেক বেশি৷ আর তাই অনেকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =