চার বিধায়কের শপথ নিয়ে জটিল এড়াতে আজই চিঠি রাজভবনে

কলকাতা: বিধায়কদের শপথ ঘিরে আর কোনও জটিলতা চাইছে না তৃণমূল। সদ্য সমাপ্ত উপভোটে জয়ী তৃণমূলের চার জনপ্রতিনিধি৷ তাঁদের শপথ বাক্য পাঠ করানোর জন্য প্রথা মেনে…

কলকাতা: বিধায়কদের শপথ ঘিরে আর কোনও জটিলতা চাইছে না তৃণমূল। সদ্য সমাপ্ত উপভোটে জয়ী তৃণমূলের চার জনপ্রতিনিধি৷ তাঁদের শপথ বাক্য পাঠ করানোর জন্য প্রথা মেনে রাজ্যপালের কাছে চিঠি পাঠানো হচ্ছে বিধানসভার তরফে। সোমবারই রাজভবনে এই সংক্রান্ত চিঠি পাঠানো হতে পারে৷ বরাহনগর ও ভগবানগোলার উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর শপথ ঘিরে জলঘোলা হয় সরকার ও রাজভবনের মধ্যে। শেষ পর্যন্ত রাজ্যপালের নির্দেশ মানেননি ডেপুটি স্পিকার। স্পিকারই বিধানসভার রুল অনুযায়ী শপথবাক্য পাঠ করান দুই প্রার্থীকে৷