বাজেটে হেলথ ইন্সুরেন্স নিয়ে বড় চমক!

দিল্লি: হেলথ ইন্সুরেন্স এর প্রিমিয়ামে বাড়বে কর ছাড়ের সুযোগ। বড় বদল বাজেটে? মোদি সরকারের কাছ থেকে দেশের বিমা সংস্থাগুলি দাবি জানিয়েছে যাতে সরকার এবার থেকে…

দিল্লি: হেলথ ইন্সুরেন্স এর প্রিমিয়ামে বাড়বে কর ছাড়ের সুযোগ। বড় বদল বাজেটে?

মোদি সরকারের কাছ থেকে দেশের বিমা সংস্থাগুলি দাবি জানিয়েছে যাতে সরকার এবার থেকে স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে আরও কর ছাড়ের সুবিধে দেয়। আয়কর আইনের ৮০ডি ধারা অনুসারে একজন ব্যক্তি তাঁর স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের জন্য সর্বোচ্চ ২৫ হাজার টাকার ছাড় পেতে পারেন আয়করে। আর প্রবীণ নাগরিকদের জন্য এখন এই কর ছাড়ের সীমা রয়েছে ৫০ হাজার টাকা পর্যন্ত।

তবে শোনা যাচ্ছে, বিমা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা আয়কর আইনের ৮০ডি ধারা অনুসারে স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে যাতে একজন ২৫ হাজারের বদলে ৫০ হাজার টাকার ছাড় পান, তাঁর প্রস্তাব রেখেছেন। মূলত ৬০ বছরের কম বয়সীদের জন্য এই দাবি রেখেছেন বিশেষজ্ঞরা। আর অন্যদিকে প্রবীণ নাগরিকদের জন্য ৫০ হাজারের বদলে কর ছাড়ের সীমা হওয়া উচিত ৭৫ হাজার টাকা, এমনটাই প্রস্তাব রেখেছেন তারা। এতে স্বাস্থ্যবিমা নেওয়ার প্রয়োজনীয়তা অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে। যদিও এই স্বাস্থ্য বীমার আশা আকাঙ্ক্ষা কতটা পূরণ হবে সেটা এই মাসের ২৩ জুলাই স্পষ্ট হয়ে যাবে, যখন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করবেন ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট।

এরকম গুরুত্বপূর্ণ সব খবর এতে ফলো করুন আমাদের পেজ আজ বিকেল। আর বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *