এই বাঙালি ধারাভাষ্যকারের প্রেমে বুঁদ গোটা ক্রিকেট দুনিয়া

নয়াদিল্লি: ক্রিকেট তাঁর নেশা৷ পেশাও বটে৷ তাঁর অনবদ্য খেলা আগেই নজর কেড়েছিল ক্রিকেট প্রেমীদের৷ খেলে শেষে এখন তিনি টিভিতে সঞ্চালনা করেন৷ এবার বিশ্বকাপেও তিনি রয়েছে ধারাষ্যকারের ভুমিকায়৷ কিন্তু, বাংলাদেশি এই মহিলা ক্রিকেটার সাথিরা জাকির জেসিকে নিয়ে নতুন করে প্রেমে পড়ছে ক্রিকেট বিশ্ব৷ সাথিরা প্রথম বাংলাদেশি মহিলা, যিনি আন্তর্জাতিক খেলায় বাংলায় ধারাভাষ্য পাঠ করছেন৷ ভারত-বাংলাদেশের খেলা

এই বাঙালি ধারাভাষ্যকারের প্রেমে বুঁদ গোটা ক্রিকেট দুনিয়া

নয়াদিল্লি: ক্রিকেট তাঁর নেশা৷ পেশাও বটে৷ তাঁর অনবদ্য খেলা আগেই নজর কেড়েছিল ক্রিকেট প্রেমীদের৷ খেলে শেষে এখন তিনি টিভিতে সঞ্চালনা করেন৷ এবার বিশ্বকাপেও তিনি রয়েছে ধারাষ্যকারের ভুমিকায়৷ কিন্তু, বাংলাদেশি এই মহিলা ক্রিকেটার সাথিরা জাকির জেসিকে নিয়ে নতুন করে প্রেমে পড়ছে ক্রিকেট বিশ্ব৷

সাথিরা প্রথম বাংলাদেশি মহিলা, যিনি আন্তর্জাতিক খেলায় বাংলায় ধারাভাষ্য পাঠ করছেন৷ ভারত-বাংলাদেশের খেলা চলাকালীন ধারাষ্যকা দেন তিনি৷ এর আগে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশের হয়ে ধারাভাষ্য দিয়েছেন৷ তবে বাংলায় মহিলা ধারাভাষ্যকার হিসাবে তিনিই প্রথম৷ আজ ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচেও থাকবেন তিনি৷ কিন্তু, এই মহিলা ক্রিকেটারের ধারাভাষ্য শুনে তাঁকে ঘিরে শুরু হয়েছে নানান চর্চা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =