পর্যটন মানচিত্রে নয়া ঠিকানা গড়ছে রাজ্য

উদয়নারায়ণপুর: পর্যটনের উন্নতিতে উদয়নারায়ণপুরের গড় ভবানীপুরে সাড়ে ৬ কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে পর্যটন কেন্দ্র। প্রথম পর্যায়ে দু’কোটি টাকা খরচ করে কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হলেই বাকি কাজ শুরু হবে। প্রায় ৫০ বিঘা জমির উপর এই পর্যটন কেন্দ্রটি তৈরি করা হচ্ছে। এখানে একটি বিশাল পুকুর ছিল, সেটি মজে গিয়েছিল। ওই পুকুরটি সংস্কার

1e929df50f3baff25fb5ce2ba3b13668

পর্যটন মানচিত্রে নয়া ঠিকানা গড়ছে রাজ্য

উদয়নারায়ণপুর: পর্যটনের উন্নতিতে উদয়নারায়ণপুরের গড় ভবানীপুরে সাড়ে ৬ কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে পর্যটন কেন্দ্র। প্রথম পর্যায়ে দু’কোটি টাকা খরচ করে কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হলেই বাকি কাজ শুরু হবে। প্রায় ৫০ বিঘা জমির উপর এই পর্যটন কেন্দ্রটি তৈরি করা হচ্ছে।

এখানে একটি বিশাল পুকুর ছিল, সেটি মজে গিয়েছিল। ওই পুকুরটি সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ শেষ হয়েছে। পুকুরটি ঘিরে ৬টি শিবমন্দির আছে। সেগুলি পুরাতত্ত্ব বিভাগের নজরদারিতে সংস্কারের কাজও শুরু হয়েছে। এই মন্দিরগুলি ১২০৫ শকাব্দে প্রতিষ্ঠা করা হয়েছিল।

ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই পর্যটন কেন্দ্রের মধ্যেই ৭০০ আসনের শীততাপ নিয়ন্ত্রিত কমিউনিটি হল, মিউজিয়াম, লোকজনের বসার জন্য বেঞ্চ, খেলার সরঞ্জাম তৈরি করা হবে। এছাড়াও এখানে প্রচুর গাছ লাগানোর কাজও শুরু হয়েছে। ব্লক প্রশাসনের কর্তারা মনে করছেন, এর কাজ শেষ হয়ে গেলে এই এলাকায় এটি অন্যতম দ্রষ্টব্য স্থান হিসেবে বিবেচিত হবে। তাই দ্রুত গতিতে কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *