১৯৯২-র পরিসংখ্যানে অদ্ভূত মিল দেখে উজ্জ্বিবীত পাকিস্তান

পাকিস্তান: ২৭ বছর আগে বিশ্বকাপজয়ী দলের সঙ্গে ২০১৯-এর দলের মিল না থাকলেও মিল আছে পরিসংখ্যানে৷ পাকিস্তানের ক্রিকেট টিমের ফলাফল হুবহু মিল এবারের জয়-পরাজয়ের হিসেবের তালিকায়৷ ১৯৯২ সালে ক্যাপ্টেন ছিলেন আজকের প্রধানমন্ত্রী ইমরান খান৷ সেবার প্রথম ম্যাচ হেরেছিল পাকিস্তান৷ দ্বিতীয় ম্যাচ জিতলেও তৃতীয় ম্যাচেও হার৷ চতুর্থ ও পঞ্চম ম্যাচ হারলেও জিতেছিল ষষ্ঠ ও সপ্তম ম্যাচ৷ সেই

85338e2e187f19acf5670f72b7aef19a

১৯৯২-র পরিসংখ্যানে অদ্ভূত মিল দেখে উজ্জ্বিবীত পাকিস্তান

পাকিস্তান: ২৭ বছর আগে বিশ্বকাপজয়ী দলের সঙ্গে ২০১৯-এর দলের মিল না থাকলেও মিল আছে পরিসংখ্যানে৷ পাকিস্তানের ক্রিকেট টিমের ফলাফল হুবহু মিল এবারের জয়-পরাজয়ের হিসেবের তালিকায়৷

১৯৯২ সালে ক্যাপ্টেন ছিলেন আজকের প্রধানমন্ত্রী ইমরান খান৷ সেবার প্রথম ম্যাচ হেরেছিল পাকিস্তান৷ দ্বিতীয় ম্যাচ জিতলেও তৃতীয় ম্যাচেও হার৷ চতুর্থ ও পঞ্চম ম্যাচ হারলেও জিতেছিল ষষ্ঠ ও সপ্তম ম্যাচ৷ সেই ম্যাচটা হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে৷ এবারই ঠিক তাই হল৷ সরফরাজ আহমেদের টিমের হাতে এখন ৭ পয়েন্ট৷ সামনে  অফগানিস্তান ও বাংলাদেশকে হারাতে পারলে ২৭ বছরের জয়ের কাছোকাছি পৌঁছে যাতে পারে পাকিস্তান৷ এবার  সেমিফাইনালের আসা বুকে নিয়ে পাকিস্তান ৬ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *