আসছে আইপিও! শেয়ার বাজারে এবার ধামাকাদার এন্ট্রি নিতে চলেছে এই কোম্পানি

দিল্লি: শেয়ার বাজারে এবার ধামাকাদার এন্ট্রি নিতে চলেছে সৌর বিদ্যুৎ কোম্পানি। তার জন্য নিয়ম মেনে ইনিশিয়াল পাবলিক অফারিং মানে আইপিও আনছে ওই সংস্থা। চলতি সপ্তাহেই…

দিল্লি: শেয়ার বাজারে এবার ধামাকাদার এন্ট্রি নিতে চলেছে সৌর বিদ্যুৎ কোম্পানি।

তার জন্য নিয়ম মেনে ইনিশিয়াল পাবলিক অফারিং মানে আইপিও আনছে ওই সংস্থা। চলতি সপ্তাহেই খুলবে যার সাবস্ক্রিপশন উইন্ডো। লিস্টিংয়ের সময়ে এই আইপিও থেকে মোটা মুনাফা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।শেয়ারের দুনিয়ায় পা রাখতে চলা কোম্পানিটির নাম সহজ সোলার। ১১ জুলাই থেকে এর আইপিতে বিনিয়োগ করতে পারবেন খুচরো লগ্নিকারীরা। চলতি মাসের ১৫ তারিখ বন্ধ হবে এর সাবস্ক্রিপশন উইন্ডো। ১৮০ টাকা এর প্রাইস ব্যান্ড নির্ধারণ করা হয়েছে।

জানিয়ে রাখি, চলতি মাসের গোড়া থেকে দুর্দান্ত পারফরম্যান্স করছে শেয়ার বাজার। এহেন পরিস্থিতিতে আইপিও আসায় বাম্পার রিটার্ন যে মিলবে, তা একরকম নিশ্চিত লগ্নিকারীরা।

এরকম গুরুত্বপূর্ণ সব খবর পেতে ফলো করুন আমাদের পেজ আজ বিকেল। আর বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *