ধর্ষণের পর এবার নয়া কেলেঙ্কারি রোনাল্ডোর

স্পেন: কর ফাঁকির দায়ে বড়সড় জরিমানা হল পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর৷ স্পেনের আদালতে প্রায় চল্লিশ মিনিট ধরে চলে এই শুনানি৷ যেখানে রোনাল্ডোর বিরুদ্ধে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত নিজের ‘ইমেজ রাইট’-য়ের জন্য পাওয়া অর্থ নয় ছয়ের অভিযোগ ওঠে৷ স্পেনে বেশি পরিমান কর দিতে হওয়ায় ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও আয়ারল্যান্ডে একাধিক সংস্থায় অর্থ খরচ করেন৷

ধর্ষণের পর এবার নয়া কেলেঙ্কারি রোনাল্ডোর

স্পেন: কর ফাঁকির দায়ে বড়সড় জরিমানা হল পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর৷ স্পেনের আদালতে প্রায় চল্লিশ মিনিট ধরে চলে এই শুনানি৷ যেখানে রোনাল্ডোর বিরুদ্ধে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত নিজের ‘ইমেজ রাইট’-য়ের জন্য পাওয়া অর্থ নয় ছয়ের অভিযোগ ওঠে৷

স্পেনে বেশি পরিমান কর দিতে হওয়ায় ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও আয়ারল্যান্ডে একাধিক সংস্থায় অর্থ খরচ করেন৷ যেখানে ট্যাক্সের পরিমান অনেক কম৷ পুরো বিষয় চেপে যাওয়ায় দোষী প্রমানিত হয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা৷ ২৩ মাসের জেল এবং ২১.৬ মিলিয়ন ডলার জরিমানা করা হয়৷ যা দিতে স্বীকারও করেছেন৷ তবে আপাতত জেলে থাকতে হচ্ছে না৷ স্পেনের আইন অনুযায়ী প্রথমবার কোনও কারণে দু’বছরের বেশি জেল হলে ও কোনও হিংসাত্মক ঘটনায় জড়িত না থাকলে তাঁকে জেল খাটতে হয় না৷ তাই রোনাল্ডোকে জেল খাটতে না হলেও জরিমানা দিতে হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =