রোনাল্ডোর প্রশংসায় লিও মেসি

ওয়াশিংটন: মঙ্গলবার রাতে প্রথম পর্বে দু’গোলে পিছিয়ে পড়া জুভেন্তাসকে একাই অনবদ্য হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোটা ফুটবলদুনিয়া তাঁকে কুর্নিশ জানিয়েছে। পরদিন ঘরের মাঠ ন্যু ক্যাম্প স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় পর্বের ম্যাচে লিও মেসি একাই প্রায় চূর্ণ করলেন ওলিম্পিক লিয়ঁকে। তাঁর দুটি গোল ও দুটি অ্যাসিস্ট বার্সেলোনাকে টানা ১২বার চ্যাম্পিয়ন্স লিগের

6d3905ab74c37a627674e960406a8f10

রোনাল্ডোর প্রশংসায় লিও মেসি

ওয়াশিংটন: মঙ্গলবার রাতে প্রথম পর্বে দু’গোলে পিছিয়ে পড়া জুভেন্তাসকে একাই অনবদ্য হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোটা ফুটবলদুনিয়া তাঁকে কুর্নিশ জানিয়েছে। পরদিন ঘরের মাঠ ন্যু ক্যাম্প স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় পর্বের ম্যাচে লিও মেসি একাই প্রায় চূর্ণ করলেন ওলিম্পিক লিয়ঁকে।

তাঁর দুটি গোল ও দুটি অ্যাসিস্ট বার্সেলোনাকে টানা ১২বার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তুলে দিল। প্রথম পর্বের ম্যাচ গোলশূন্য থাকার পর বুধবার রাতে বার্সার কাছে ১-৫ গোলে চূর্ণ হল লিয়ঁ। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে অনিবার্যভাবে রোনাল্ডোর হ্যাটট্রিক সম্পর্কে মেসির কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। উত্তরে তিনি জানান, ‘মঙ্গলবার রাতে ক্রিশ্চিয়ানো যেভাবে একক দক্ষতায় হ্যাটট্রিক করে জুভেন্তাসকে শেষ আটে তুলে দিয়েছে তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ওই ফল আমার কাছে কিছুটা বিস্ময়কর তো বটেই, কারণ আমি ভেবেছিলাম, আতলেতিকো মাদ্রিদের দুর্ভেদ্য ডিফেন্স ভেঙে দু’গোলের ব্যবধান মুছে ফেলে জুভেন্তাস ৩ গোল করতে পারবে না। কিন্তু প্রথম মিনিট থেকেই গোলের জন্য জুভেন্তাস যেভাবে দুই উইং দিয়ে ক্রমাগত আক্রমণ শানিয়ে গিয়েছে এবং বার বার বিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করেছে তা দেখে বুঝতে পারছিলাম একটানা এই আক্রমণ খুব বেশিক্ষণ হয়তো সামলাতে পারবে না আতলেতিকো রক্ষণ। আর এর পরেই ক্রিশ্চিয়ানো এক ম্যাজিক্যাল নাইট উপহার দিয়ে দলকে জিতিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *