আইপিএলে নায় রেকর্ড রোহিতের

চেন্নাইয়ের বিরুদ্ধে সাতটি হাফ সেঞ্চুরি করে আইপিএলে রেকর্ড গড়লেন মুম্বই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন রোহিত শর্মা। শুক্রবার চেন্নাই সুপার কিংসকে ৪৬ রানে হারানোর পিছনে বড় অবদান ছিল তাঁর হাফ সেঞ্চুরির। নিজেদের মাঠে চেন্নাইকে হারানোর কৃতিত্ব অর্জন করল তিনবারের চ্যাম্পিয়ন মুম্বই। ৬টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে ৪৮ বলে ৬৭ রান করেন রোহিত। তিনিই ম্যান অফ দ্য ম্যাচ

de480e969a5cbd9c62767bbd41c16b81

আইপিএলে নায় রেকর্ড রোহিতের

চেন্নাইয়ের বিরুদ্ধে সাতটি হাফ সেঞ্চুরি করে আইপিএলে রেকর্ড গড়লেন মুম্বই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন রোহিত শর্মা। শুক্রবার চেন্নাই সুপার কিংসকে ৪৬ রানে হারানোর পিছনে বড় অবদান ছিল তাঁর হাফ সেঞ্চুরির।

নিজেদের মাঠে চেন্নাইকে হারানোর কৃতিত্ব অর্জন করল তিনবারের চ্যাম্পিয়ন মুম্বই। ৬টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে ৪৮ বলে ৬৭ রান করেন রোহিত। তিনিই ম্যান অফ দ্য ম্যাচ হন। সবমিলিয়ে আইপিএলের ইতিহাসে এই প্রথম কেউ ১৭ বার ম্যান অফ দ্য ম্যাচ হলেন। মহেন্দ্র সিং ধোনি ও ইউসুফ পাঠান ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ১৬ বার। আরও উল্লেখযোগ্য, চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে যতবার খেলেছেন রোহিত, ততবারই জয়ী হয়েছে তাঁর টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *