রেফারি পিটিয়ে জেলে

ফ্রান্স : দু’বার হলুদ কার্ড দেখে মাথা গরম হয়ে গিয়েছিল তার। তাই খেপে গিয়ে মারধোর করেছিল রেফারিকেই। তার জেরে পূর্ব ফ্রান্সের একটচি গ্রামের টিমের ফুটবলারকে ৬ মাসের জন্য জেলে পাঠিযেছে আদালত। রেফারি জানাচ্ছেন, ৭০০ বাসিন্দার ব্রেউচেস লে সুক্সেউই গ্রামের টিমের এই খেলোয়াড় মাঠের বাইরে গিয়ে মারধোর করতে চেয়েছিল। খেলোয়াড়টি আগেই ১১টি মামলায় দোষী। জিদানের উপাহরণ

রেফারি পিটিয়ে জেলে

ফ্রান্স : দু’বার হলুদ কার্ড দেখে মাথা গরম হয়ে গিয়েছিল তার। তাই খেপে গিয়ে মারধোর করেছিল রেফারিকেই। তার জেরে পূর্ব ফ্রান্সের একটচি গ্রামের টিমের ফুটবলারকে ৬ মাসের জন্য জেলে পাঠিযেছে আদালত। রেফারি জানাচ্ছেন, ৭০০ বাসিন্দার ব্রেউচেস লে সুক্সেউই গ্রামের টিমের এই খেলোয়াড় মাঠের বাইরে গিয়ে মারধোর করতে চেয়েছিল। খেলোয়াড়টি আগেই ১১টি মামলায় দোষী। জিদানের উপাহরণ টেনে অভিযুক্তের আইনজীবী বলেছেন, সবারই মাঝমধ্যে মাথা গরম হয়, জিদানেরও হয়েছিল। তাতে চিঁডে় ভেজেনি। ৬ মাসের জেল ছাড়াও রেফারিকে দেড়হাজার ইউরো এবং রেফারি ইউনিয়নকে ১ হাজার দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারক। অভিযুক্তকে ফেব্রুয়ারি মাসে দশবছরের জন্য নিষিদ্ধ করেছে স্থানীয় ফুটবল সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + twenty =