#NZvIND : শুরুতেই ধাক্কা ভারতের, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা

লন্ডন: একতো নতুন পিচ, তার উপর বৃষ্টি৷ নিউজিল্যান্ডকে ১৩৯ রানে বেঁধে ফেললেও শুরুতেই বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া৷ ভেজা পিচে বল ঠিকঠাক ব্যাটে আসছে না৷ চরকি পাক খাচ্ছে বল৷ নিউজিল্যান্ডের বিধ্বংসী বলিয়ে কার্যত ধরাসায়ী বিরাট বাহিনী৷ এক রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা, কেএল রাহুল৷ কার্তিকের উইকেটও পড়েছে৷ এই মুহূর্তে ১০

#NZvIND : শুরুতেই ধাক্কা ভারতের, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা

লন্ডন: একতো নতুন পিচ, তার উপর বৃষ্টি৷ নিউজিল্যান্ডকে ১৩৯ রানে বেঁধে ফেললেও শুরুতেই বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া৷ ভেজা পিচে বল ঠিকঠাক ব্যাটে আসছে না৷ চরকি পাক খাচ্ছে বল৷

নিউজিল্যান্ডের বিধ্বংসী বলিয়ে কার্যত ধরাসায়ী বিরাট বাহিনী৷ এক রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা, কেএল রাহুল৷ কার্তিকের উইকেটও পড়েছে৷ এই মুহূর্তে ১০ ওভার শেষে ২৪ রানে ৪ ইউকেট হারিয়ে বিপাকে ভারত৷ আর তার জেরেই বিশ্বকাপ থেকে ছিটিয়ে যাওয়ার আশঙ্কা ভারতের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 13 =