দেশি নিয়ে কাজ নেই! বাগানের লক্ষ্য এবার বিদেশি কোচ

কলকাতা: আপাতত ভারতে ফুটবল মরসুম শেষ। আগামী বছরের দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ক্লাবগুলি। স্পনসর সমস্যার মধ্যেও মোহনবাগান ক্লাব কর্তারা নতুন কোচ বাছাই করতে ব্যস্ত। ক্লাব সূত্রে জানা যাচ্ছে, এবার তাঁরা ভালো মানের বিদেশি কোচকে দায়িত্ব দিতে চাইছেন। ইস্টবেঙ্গলের মতোই কোনও স্পেনীয় কোচ খোঁজা হচ্ছে বলেই জানা যাচ্ছে। মোট পাঁচজনের নামের তালিকা হাতে আছে

11a932bb136742d26772f841251c21c4

দেশি নিয়ে কাজ নেই! বাগানের লক্ষ্য এবার বিদেশি কোচ

কলকাতা: আপাতত ভারতে ফুটবল মরসুম শেষ। আগামী বছরের দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ক্লাবগুলি। স্পনসর সমস্যার মধ্যেও মোহনবাগান ক্লাব কর্তারা নতুন কোচ বাছাই করতে ব্যস্ত।

ক্লাব সূত্রে জানা যাচ্ছে, এবার তাঁরা ভালো মানের বিদেশি কোচকে দায়িত্ব দিতে চাইছেন। ইস্টবেঙ্গলের মতোই কোনও স্পেনীয় কোচ খোঁজা হচ্ছে বলেই জানা যাচ্ছে। মোট পাঁচজনের নামের তালিকা হাতে আছে বাগান কর্তাদের, যাদের মধ্যে থেকেই একজনকে বেছে নেবেন তাঁরা। এই তালিকার প্রথমেই রয়েছে মোহনবাগানের প্রাক্তন মরোক্কান কোচ করিম বেঞ্চেরিফার নাম। যিনি সাফল্যের সঙ্গেই বাগানে কোচিং করিয়ে গেছেন। তেমনই পাওলো মানজেস, অস্কার কানো, লুইস প্লানাগুমা এবং ফার্নান্দো ভালেরা। এদের মধ্যে শেষের জনই প্রথম পছন্দে রয়েছেন মোহনবাগান কর্তাদের। দুই সপ্তাহের মধ্যেই নতুন হেডস্যারের নাম জানতে পারবেন বাগানের ফুটবলাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *