বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বেগে মোদী! কী জানতে চাইলেন জয়শঙ্করের কাছে?

নয়াদিল্লি: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সোমবার সন্ধ্যায় সাক্ষাৎ করেছেন এস জয়শঙ্কর। সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে, বাংলাদেশের বর্তমান…

WhatsApp Image 2024 08 05 at 8.15.18 PM

নয়াদিল্লি: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সোমবার সন্ধ্যায় সাক্ষাৎ করেছেন এস জয়শঙ্কর। সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রী বিস্তারিত তথ্য জানিয়েছেন তাঁকে। শুধু তাই নয়, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও সাক্ষাৎ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। তাঁদের মধ্যেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র মারফত খবর।

নিজের বোনকে নিয়েই হেলিকপ্টারে করে বাংলাদেশের একটি বায়ুসেনা ঘাঁটি থেকে ভারতের উড়ে এসেছেন শেখ হাসিনা৷ শোনা যাচ্ছে, সোমবার রাতেই হাসিনার লন্ডন পাড়ি দেওয়ার কথা ছিল৷ তাবে পরে জানা যায়, ব্রিটেন হাসিনার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। যদিও সরকারি সূত্রে এর কোনও সমর্থন পাওয়া যায়নি। আর তারপরই জল্পনা পরিস্থিতি এমনই দাঁড়ালে শেখ হাসিনা আগামী কয়েক দিন দিল্লিতেই ‘সেফ হাউসে’ থাকতে পারেন।