বিশ্বকাপ শেষে হতেই ঘরের মাঠের খেলার সূচি কোহলিদের

নয়াদিল্লি: আজ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ভারত৷ কিন্তু, বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগেই বিশ্বকাপ পরিবর্তী ক্রিকেট কর্মসূচি ঘোষণা ভারতীয় ক্রিকেট দলের৷ রয়েছে গুচ্ছ কর্মসূচি৷ বিসিসিআই ২০১৯-২০ মরসুমে ঘরের মাঠের কর্মসূচি ঘোষণা করে জানিয়েছে, সেপ্টেম্বর মাস থেকেই একের পর এক সিরিজ খেলতে হবে কোহলিদের৷ প্রথমেই ফ্রিডম ট্রফি খেলতে ভারতে এবারের বিশ্বকাপে চাপে থাকা দক্ষিণ আফ্রিকা৷ আজ ভারতের

বিশ্বকাপ শেষে হতেই ঘরের মাঠের খেলার সূচি কোহলিদের

নয়াদিল্লি: আজ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ভারত৷  কিন্তু, বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগেই বিশ্বকাপ পরিবর্তী ক্রিকেট কর্মসূচি ঘোষণা ভারতীয় ক্রিকেট দলের৷ রয়েছে গুচ্ছ কর্মসূচি৷

বিসিসিআই ২০১৯-২০ মরসুমে ঘরের মাঠের কর্মসূচি ঘোষণা করে জানিয়েছে, সেপ্টেম্বর মাস থেকেই একের পর এক সিরিজ খেলতে হবে কোহলিদের৷ প্রথমেই ফ্রিডম ট্রফি খেলতে ভারতে এবারের বিশ্বকাপে চাপে থাকা দক্ষিণ আফ্রিকা৷ আজ ভারতের সঙ্গে হারলে দক্ষিণ আফ্রিকার বিশ্বজয়ের স্বপ্ন মাঠে মারা যাবে৷ জানা গিয়েছে, আগামী সেপ্টম্বরের ১৫, ১৮ ও ২২ তারিখ তিনটি টি-২০ ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ৷ এরপর ২৩ অক্টোবর পর্যন্ত তিনটি টেস্টও খেলবে ভারত- দক্ষিণ আফ্রিকা৷

এরপর বাংলাদেশ আসবে ভারতে৷ ৩ থেকে ২৬ নভেম্বরের মধ্যে ৩টি টি-২০ ও ২টি টেস্ট খেলবে দু’দেশ৷ বছরের শেষে ওয়েস্ট ইন্ডিজ আসবে ভারতে৷ ৬ থেকে ২৬ ডিসেম্বর তিনটি টি-২০ ও ওয়ান ডে ম্যাচ হবে৷ আগামী বছরের শুরুতে জিম্বাবোয়, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ভারতে আসবে খেলতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =