‘শচীনের রেকর্ড ভেঙে দেবে কোহলি’

কলকাতা: মাত্র ৩০ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে ৬৬টি শতরান করে ফেলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর সামনে এখন শুধুই শচীন তেন্ডুলকরের সেঞ্চুরির সেঞ্চুরি। কোহলি কি পারবেন শচীনের এই রেকর্ড ভেঙে দিতে? প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে যা নিয়ে ভিন্ন মত রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের কোচ তথা দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস পুরো বিষয়টি বিরাট কোহলির উপরেই

f9ac48dc4044394afab4ab5f6273aee6

‘শচীনের রেকর্ড ভেঙে দেবে কোহলি’

কলকাতা: মাত্র ৩০ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে ৬৬টি শতরান করে ফেলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর সামনে এখন শুধুই শচীন তেন্ডুলকরের সেঞ্চুরির সেঞ্চুরি। কোহলি কি পারবেন শচীনের এই রেকর্ড ভেঙে দিতে? প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে যা নিয়ে ভিন্ন মত রয়েছে।

কলকাতা নাইট রাইডার্সের কোচ তথা দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস পুরো বিষয়টি বিরাট কোহলির উপরেই ছেড়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘আমি কোহলিকে যতটুকু জানি, তাতে ও যতদূর সম্ভব যাওয়ার চেষ্টা করবে। ও বিশ্বমানের ক্রিকেটার। ওর মধ্যে প্রচুর রানের খিদে রয়েছে। কঠিন পরিশ্রম করতে পারে। বিগত বছরে ও নিজেকে প্রমাণ করে দেখিয়েছে। ওর সবচেয়ে বড় গুণ হল, কঠিন চ্যালেঞ্জকে ও খুব সহজে নিতে পারে। দর্শকরা ওর খেলা উপভোগ করে। কিন্তু শচীনের রেকর্ড ভাঙতে পারবে কিনা, সেই উত্তরটা কোহলি নিজেই দিতে পারবে। ও যদি ফিট রাখতে পারে নিজেকে, তাহলে ওর কাছে কোনও কিছু অসম্ভব নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *