স্টক মার্কেট থেকে আয়ে কত কর দিতে হয় জানেন?

দিল্লি: স্টক মার্কেটে বিনিয়োগ থেকে আয় হলে তা মূলধন লাভের আওতায় বা অন্যান্য উৎস থেকে আয়ের শ্রেণীতে পড়বে। মূলধন লাভ দু’প্রকার। দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি মূলধন…

দিল্লি: স্টক মার্কেটে বিনিয়োগ থেকে আয় হলে তা মূলধন লাভের আওতায় বা অন্যান্য উৎস থেকে আয়ের শ্রেণীতে পড়বে। মূলধন লাভ দু’প্রকার। দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি মূলধন লাভ। ১ বছর পর কোনও শেয়ার বিক্রি থেকে লাভ করলে তা মূলধন লাভের আওতায় আসবে। আয়ের উপর ১০ শতাংশের ফ্ল্যাট ট্যাক্স ধার্য করা হয়। পাশাপাশি ১ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ও মেলে।

অন্য দিকে, ১ বছরের কম সময়ের মধ্যে শেয়ার বিক্রি থেকে লাভ করলে তা স্বল্পমেয়াদি মূলধন লাভের আওতায় আসে। এর উপর ১৫ শতাংশ ফ্ল্যাট ট্যাক্স দিতে হয়। আর যদি,ইন্ট্রাডে ট্রেডিং বা লভ্যাংশ থেকে আয় করলে তা অন্যান্য উৎসের শ্রেণীতে পড়বে। প্রযোজ্য ট্যাক্স স্ল্যাব অনুযায়ী এই আয়ের উপর কর দিতে হবে। যাইহোক লভ্যাংশ যদি ৫ হাজার টাকার বেশি হয়, তাহলে ব্রোকার বা মিউচুয়াল ফান্ড কোম্পানি ১০ শতাংশ হারে টিডিএস কাটে।

এরকম গুরুত্বপূর্ণ সব খবর পেতে ফলো করুন আমাদের পেজ আজ বিকেল। আর বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।