দোলের ছুটিতে নয়া ট্যুর প্যাকেজ ঘোষণা IRCTC-র

কলকাতা: ‘ভ্যালেন্টাইন্স ডে’ এবং দোল উপলক্ষে দু’টি বিশেষ ট্যুর প্যাকেজ ঘোষণা করল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (আইআরসিটিসি)-এর ইস্ট জোন। সংস্থা সূত্রের খবর, ভ্যালেন্টাইন্স ডে-র জন্য মধ্যপ্রদেশ ভ্রমণের বিশেষ প্যাকেজ এনেছে তারা। কলকাতা থেকে যাওয়া এবং আসা পুরোপুরি বিমানে। পাঁচ রাত্রি ও ছ’দিনের এই ভ্রমণের সূচনা হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। পর্যটকদের ঘুরিয়ে দেখানো

দোলের ছুটিতে নয়া ট্যুর প্যাকেজ ঘোষণা IRCTC-র

কলকাতা: ‘ভ্যালেন্টাইন্স ডে’ এবং দোল উপলক্ষে দু’টি বিশেষ ট্যুর প্যাকেজ ঘোষণা করল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (আইআরসিটিসি)-এর ইস্ট জোন। সংস্থা সূত্রের খবর, ভ্যালেন্টাইন্স ডে-র জন্য মধ্যপ্রদেশ ভ্রমণের বিশেষ প্যাকেজ এনেছে তারা। কলকাতা থেকে যাওয়া এবং আসা পুরোপুরি বিমানে। পাঁচ রাত্রি ও ছ’দিনের এই ভ্রমণের সূচনা হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

পর্যটকদের ঘুরিয়ে দেখানো হবে কানহা, বান্ধবগড়, খাজুরাহো, জব্বলপুর এবং অমরকণ্টক। বিমান ভাড়া, থাকা, খাওয়া, ঘোরা সহ প্যাকেজের মূল্য ধার্য হয়েছে ৩৩,৩৯০ টাকা। দোলের সময়ে ডুয়ার্স ভ্রমণেও বিশেষ প্যাকেজ এনেছে তারা। চার রাত্রি ও পাঁচ দিনের ভ্রমণ সূচি শুরু হচ্ছে আগামী ২০ মার্চ থেকে। ট্রেনের টিকিট, থাকা, খাওয়া, ঘোরা সহ প্যাকেজের মূল্য রাখা হয়েছে ১৩ হাজার ৩২০ টাকা। ট্রেন ছাড়বে শিয়ালদহ স্টেশন থেকে।

সংস্থার এক কর্তা বলেন, অনলাইনে কিংবা সংস্থার ইস্ট জোনের অফিসে এসে প্যাকেজ বুক করা যাবে। এদিকে, কলকাতা থেকে আরাকু-বিশাখাপত্তনম ভ্রমণের জন্য তিন রাত্রি ও চার দিনের জন্য ‘ডেস্টিনেশন ম্যানেজমেন্ট’ নামে সংস্থার ভুবনেশ্বরের আঞ্চলির দপ্তর থেকে বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই প্যাকেজে ভ্রমণের সূচনা হবে আগামী ১৫ মার্চ। বিমানের ভাড়া, থাকা, খাওয়া, ঘোরা সহ প্যাকেজের মূল্য শুরু হচ্ছে ১২ হাজার ১৪৯ টাকা থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − seven =