বিতর্ক রুখতে এবার নয়া ব্যবস্থা IPL-এ

মুম্বই: আগামী আইপিএলের জন্য খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে কলকাতায়, আগামী ১৯ ডিসেম্বর মঙ্গলবার৷ আইপিএলের গভর্নিং কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়েছে৷ এই প্রথম কলকাতায় আইপিএলের নিলাম আসর বসতে চলেছে৷ এতদিন ধরে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়ে এসেছে এই নিলাম৷ এবার ঠিকানা বদল৷ ২০১৯ সালে আইপিএলের জন্য প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি জন্য নির্ধারিত ছিল ৮২ কোটি টাকা এবার বেড়ে দাঁড়িয়েছে ৮৫

বিতর্ক রুখতে এবার নয়া ব্যবস্থা IPL-এ

মুম্বই: আগামী আইপিএলের জন্য খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে কলকাতায়, আগামী ১৯ ডিসেম্বর মঙ্গলবার৷ আইপিএলের গভর্নিং কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়েছে৷ এই প্রথম কলকাতায় আইপিএলের নিলাম আসর বসতে চলেছে৷ এতদিন ধরে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়ে এসেছে এই নিলাম৷ এবার ঠিকানা বদল৷

২০১৯ সালে আইপিএলের জন্য প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি জন্য নির্ধারিত ছিল ৮২ কোটি টাকা এবার বেড়ে দাঁড়িয়েছে ৮৫ কোটি টাকার কাছাকাছি৷ অর্থাৎ গত বছরে নিলামের পর হাতে থাকা টাকার সঙ্গে খেলোয়াড় কেনার জন্য আরও তিন কোটি টাকা করে বেশি পাবেন দলগুলি৷ সেই দিক থেকে দলের সব থেকে বেশি টাকা রয়েছে দিল্লি ক্যাপিটালসের হাতে৷

এবার আইপিএলে বদলে যাচ্ছে বেশ কিছু নিয়ম৷ জানা গিয়েছে, আইপিএলে শুধুমাত্র নো বল দেখার জন্য একজন অতিরিক্ত নো বল আম্পিয়ার নিয়োগ করার ভাবনাচিন্তা শুরু করেছে গভর্নিং কাউন্সিল৷ কেননা, গত আইপিএলে আম্পেয়ারদের নো বল নিয়ে ভুল সিদ্ধান্ত ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়৷ সেই বিষয়টি মাথায় রেখে এবার নো বল আম্পেয়ার নিয়োগের চিন্তাভাবনা শুরু করেছে বোর্ড৷ আইপিএলে সুপার ওভারের মতো পাওয়ার প্লেয়ার নিয়ম চালু করা নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে না বোর্ড৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − one =