‘গেরুয়া জার্সির কারণেই হার হয়েছে ভারতের’

নয়াদিল্লি: বিশাল রান তাড়া করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে ভারত৷ ভারতের ধীরে চলো নীতিও কাজে আসনি৷ ১৩০টি ডটবল ভারতের জেতার স্বপ্নে জল ঢেলে দিয়েছে৷ মাঠে ভারতীয় দলের হারের এফেক্ট এবার রাজনীতির ময়দানেও৷ ইংল্যান্ডের কাছে ভারতের হারের মূল কারণ হিসাবে জার্সির রঙকেই দায়ী করেছেন মেহবুবা মুফতি৷ তাঁর মতে, ভারতের গেরুয়া জার্সিই হারব ডেকে এনেছে৷ জম্মু কাশ্মীরের প্রাক্তন

‘গেরুয়া জার্সির কারণেই হার হয়েছে ভারতের’

নয়াদিল্লি: বিশাল রান তাড়া করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে ভারত৷ ভারতের ধীরে চলো নীতিও কাজে আসনি৷ ১৩০টি ডটবল ভারতের জেতার স্বপ্নে জল ঢেলে দিয়েছে৷ মাঠে ভারতীয় দলের হারের এফেক্ট এবার রাজনীতির ময়দানেও৷ ইংল্যান্ডের কাছে ভারতের হারের মূল কারণ হিসাবে জার্সির রঙকেই দায়ী করেছেন মেহবুবা মুফতি৷

তাঁর মতে, ভারতের গেরুয়া জার্সিই হারব ডেকে এনেছে৷ জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী টুইটারে জানান, ‘‘আমাকে কুসংস্কারাচ্ছন্ন বলতেই পারেন৷ কিন্তু আমি বলব৷ সব কিছু নষ্টের মূলেই রয়েছে ওই জার্সির রং৷’’ বিশ্বকাপে এই প্রথম কমলা সার্জি পরে খেলতে পামে ভারতীয় ক্রিকেট দল৷ প্রথম জার্সি বদলেই প্রথম হার টিম ইন্ডিয়ার৷

ভারতীয় দলের এই রংবদল নিয়ে রাজনৈতিক বিতর্কও কম হয়নি৷ তবে ৩১ রানে হারের পর প্রশ্ন উঠেছে ভারতীয় ব্যাটসম্যানদের ভূমিকা নিয়েও৷ রোহিত শর্মা দায়ী করছেন পিচ ও ইংল্যান্ডের ভালো বোলিংকে৷ রোহিত নিজে সেঞ্চুরি করলেও দলের প্রথম ১০ ওভাবে এসেছিল মাত্র ২৮ রান৷ ধোনি ও কেদারের মধ্যে রান তাড়া করে জেতারও কোনও তাগিদও দেখা যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =