আজ বিশ্বকাপের ময়দানে নামছে ভারত

লন্ডন: বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শনিবার কেনিংটন ওভালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছেন বিরাট কোহলিরা। এই ম্যাচে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন। বিশ্বকাপের মূলপর্বে ভারতের প্রথম ম্যাচ ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তার আগে চার নম্বর পজিশনে কাকে খেলানো হবে, সেটা ঠিক করতেই হবে কোচ রবি শাস্ত্রীকে। আপাতত চার নম্বর পজিশনের লড়াইয়ে আছেন

আজ বিশ্বকাপের ময়দানে নামছে ভারত

লন্ডন: বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শনিবার কেনিংটন ওভালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছেন বিরাট কোহলিরা। এই ম্যাচে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন। বিশ্বকাপের মূলপর্বে ভারতের প্রথম ম্যাচ ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তার আগে চার নম্বর পজিশনে কাকে খেলানো হবে, সেটা ঠিক করতেই হবে কোচ রবি শাস্ত্রীকে। আপাতত চার নম্বর পজিশনের লড়াইয়ে আছেন লোকেশ রাহুল ও বিজয় শঙ্কর। ইংল্যান্ডের মাটিতে প্রস্তুতি ম্যাচে পারফরম্যান্স দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

সেক্ষেত্রে লোকেশ রাহুল ও বিজয় শঙ্করের উপর বাড়তি নজর থাকবে। দ্বাদশ আইপিএলে লোকেশ রাহুল দারুণ ফর্মে ছিলেন। সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তিনি প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন। সেক্ষেত্রে বিজয় শঙ্করকে অপেক্ষা করতে হবে। তবে প্রস্তুতি ম্যাচে যদি পেসাররা সুবিধা পান, তাহলে বিজয় শঙ্করের সম্ভাবনা বাড়বে। বিজয় ভালো ব্যাটও করেন। সঙ্গে তিনি অতিরিক্ত পেসারের দায়িত্বটা সহজেই সামলে দিতে পারবেন। এছাড়া ভারতীয় স্পিনারদের দিকেও নজর থাকবে। বিশেষ করে কুলদীপ যাদব ভালো বোলিং করে মনোবল বাড়িয়ে নিতে চাইবেন। কারণ, দ্বাদশ আইপিএলে তিনি ব্যর্থ হয়েছিলেন। ইংল্যান্ডে এখন বেশ গরম। উইকেট থেকে স্পিনাররা সুবিধা পেলে ভারতের দুই রিস্ট স্পিনার কুলদীপ ও চাহালের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =