আজ ক্রিকেট বিশ্বযুদ্ধে বিরাট অভিযান ভারতের, এগিয়ে কে?

সাদাম্পটন: আজ বিশ্বকাপে অভিযান শুরু করছে বিরাট কোহলির দল৷ প্রতিপক্ষ, চাপে থাকা দক্ষিণ আফ্রিকা৷ চোটআঘাত সমস্যা থেকে পরপর হারের পর বেশ চাপে দক্ষিণ আফ্রিকা৷ কিন্তু, পরিসংখ্যান বলছে, বিশ্বযুদ্ধে ৪ বার মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচে জয় পেয়েছে ভারত৷ কিন্তু, এই পরিসংখ্যান নিয়ে খুব বেশি চিন্তিত নয় ভারত৷ জয় দিয়েই ম্যাচ শুরু করতে চাইছে বিরাটদের

f85b503710092ced381dca403dbe0431

আজ ক্রিকেট বিশ্বযুদ্ধে বিরাট অভিযান ভারতের, এগিয়ে কে?

সাদাম্পটন: আজ বিশ্বকাপে অভিযান শুরু করছে বিরাট কোহলির দল৷ প্রতিপক্ষ, চাপে থাকা দক্ষিণ আফ্রিকা৷ চোটআঘাত সমস্যা থেকে পরপর হারের পর বেশ চাপে দক্ষিণ আফ্রিকা৷ কিন্তু, পরিসংখ্যান বলছে, বিশ্বযুদ্ধে ৪ বার মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচে জয় পেয়েছে ভারত৷ কিন্তু, এই পরিসংখ্যান নিয়ে খুব বেশি চিন্তিত নয় ভারত৷ জয় দিয়েই ম্যাচ শুরু করতে চাইছে বিরাটদের দল৷

খুব ভালো ছাত্র হলেও প্রথম পরীক্ষায় একটু টেনশন থাকেই যায়৷ আজ বিরাট কোহলির অবস্থা খানিকটা সেরকমই বলেই মনে হচ্ছে৷ গত দু’বছর ধরে ভারতীয় দল এই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছে৷ চার নম্বর পজিশন নিয়ে অনেক পরীক্ষা হয়েছে৷ বিশ্বকাপের দল নির্বাচন ঘিরেও কম বিতর্ক হয়নি৷ হওয়াটাও স্বাভাবিক৷ আপাতত সেই বিতর্ক কাটিয়ে অধিনায়ক হিসাবে বিশ্বকাপ ছিনিয়ে আনাটাই পাখির চোখ কোহলির৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *