ক্রেডিট কার্ডের মাধ্যমে আয়কর জমা করার সুবিধা কী? জানুন

দিল্লি: ক্রেডিট কার্ডের মাধ্যমেও জমা করা যায় আয়কর ! সুবিধা কী? দেখুন, ক্রেডিট কার্ডের মাধ্যমে কর জমা করলে আর কোনও দুশ্চিন্তা নেই। অন্য কোনও মাধ্যমে…

দিল্লি: ক্রেডিট কার্ডের মাধ্যমেও জমা করা যায় আয়কর ! সুবিধা কী?

দেখুন, ক্রেডিট কার্ডের মাধ্যমে কর জমা করলে আর কোনও দুশ্চিন্তা নেই। অন্য কোনও মাধ্যমে অর্থাৎ ব্যাঙ্ক চেক বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে কর জমা করলে তা প্রসেস হতে সময় লাগে, কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা দিলে তা অনেক দ্রুত পেমেন্ট কনফার্মেশন এনে দেয়। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আয়কর বিভাগের পক্ষ থেকেও অনেক দ্রুত কর জমা করে নেওয়া হয়।

তবে, কিছু কিছু ক্ষেত্রে ক্রেডিট কার্ডের মাধ্যমে আয়কর জমা করার সময় ক্রেডিট কার্ড সংস্থা কিছু চার্জ করতে পারে। এমনকী এর মাধ্যমে কোনও রিওয়ার্ড পয়েন্ট আপনি নাও পেতে পারেন। যেহেতু ক্রেডিট কার্ডে উচ্চ হারে সুদ ধার্য হয় এর ডিউ ডেট পেরিয়ে যাওয়ার কারণে, তাই বড় অঙ্কের কর এই ক্রেডিট কার্ডের মাধ্যমে না জমা করাই ভাল।

আর বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।