বাড়িতে সাপ ঢুকলে কী করবেন? ১ পাউডারে বাজিমাত

কলকাতা: বর্ষা হোক বা খুব গরম যখন তখন ঘরের ভিতর ঢুকে পড়তে সাপ৷ সেসময় লাঠি নিয়ে যদি তাড়া করেন তাহলে আপনি বিপদ ডাকছেন৷ কীভাবে ঠান্ডা মাথায়…

কলকাতা: বর্ষা হোক বা খুব গরম যখন তখন ঘরের ভিতর ঢুকে পড়তে সাপ৷ সেসময় লাঠি নিয়ে যদি তাড়া করেন তাহলে আপনি বিপদ ডাকছেন৷ কীভাবে ঠান্ডা মাথায় বাড়ি থেকে তেনাকে বের করবেন সেটাই হল আসল পরীক্ষা৷ সাপ বিশেষজ্ঞরা বলছেন ঘরে কোনওভাবে সাপ ঢুকলে প্রথমেই সবথেকে বুদ্ধিমানের কাজ হল মাথা ঠাণ্ডা রাখা৷ এ সময় আতঙ্কিত না হয়ে বরং শান্ত থেকে কীভাবে সাপ থেকে রক্ষা পাবেন সে বিষয়ে ভাবতে হবে৷ সাপটি বিষধরও হতে পারে অথবা নির্বিষও৷

আপনার সামান্য ভুলেও কিন্তু সাপ আপনাকে দংশন করতে পারে৷ তাই এ বিষযে সতর্ক থাকতে হবে।
এসময় হাতের কাছে একটা পাউডার থাকলে আপনাকে আর এতটা ভাবতে হবে না৷ সেটা হল গুড়ো সালফার পাউডার৷ এই পাউডার সাপ তাড়ানোর জন্য দুর্দান্ত বিকল্প৷ এই পাউডার ছড়ালে সাপ আর ফিরে আসবে না৷

গুঁড়ো সালফার পাউডার ছড়ানোর সময় ঢেকে ফেলতে হবে নাক মুখ৷ হাত দিয়ে একেবারেই নয় চামচ দিয়ে ছড়ান পাউডার৷ আর একটা কাজ করতে পারেন আগাম সতর্কতা হিসেবে৷ আপনার বাড়িতে যাতে সাপ ঢুকতে না পারে তার জন্য আগে থেকে বাড়ির চারপাশে, কোনায়, জলা জায়গায় ছড়িয়ে রাখতে পারেন এই সালফার পাউডার৷ তাহলে সাপ আপনার বাড়ি মুখোও হবে না৷

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *