হোম লোনে বড় বদল! টাকা পাবেন বেতনভোগী না হলেও

কলকাতা: হোম লোনের নিয়মে আসতে চলেছে বড় বদল৷ এবার বেতনভোগী না হলেও মিলবে টাকা! যাঁরা প্রচুর পরিমাণে ডিজিটাল লেনদেন করেন তাদের জন্য সুখবর৷ আগামী দিনে…

WhatsApp Image 2024 07 27 at 1.34.47 PM

কলকাতা: হোম লোনের নিয়মে আসতে চলেছে বড় বদল৷ এবার বেতনভোগী না হলেও মিলবে টাকা! যাঁরা প্রচুর পরিমাণে ডিজিটাল লেনদেন করেন তাদের জন্য সুখবর৷ আগামী দিনে সহজেই লোন পাবেন তাঁরা কারণ, ডিজিটাল লেনদেনের উপর ভিত্তি করে হোম লোনের নতুন স্কিম আনতে চলেছে সরকার৷ যা কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷

সম্প্রতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এমএসএমই) সঙ্গে জড়িতদের ঋণ দিতে একটি বিশেষ মডেল তৈরি করেছে সরকার৷ সূত্রের খবর, হোম লোনের ক্ষেত্রেও একই রকমের পদ্ধতি অবলম্বনের রয়েছে পরিকল্পনা৷ এই বিষয়টি নিয়ে বাজেট উত্তর সাক্ষাৎকারে মুখ খুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷  বর্তমানে শুধু মাত্র বেতনভোগী ও করদাতাদেরই গৃহ ঋণ দিয়ে থাকে ব্যাঙ্ক৷ নতুন মডেলে ডিজিটাল ফুটপ্রিন্টের উপর ভিত্তি করে এই ক্যাটেগরির বাইরের বাসিন্দাদের লোন দেওয়া হবে৷