ন্যূনতম মজুরি হবে ২৫ হাজার! বাজেটে আশার আলো?

দিল্লি: ন্যূনতম মজুরি হবে ২৫ হাজার টাকা। আসন্ন বাজেটেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই ঘোষণা করতে পারেন। ১৫ হাজার টাকার ন্যূনতম মজুরির দিন শেষ। এবার এই…

দিল্লি: ন্যূনতম মজুরি হবে ২৫ হাজার টাকা। আসন্ন বাজেটেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই ঘোষণা করতে পারেন।

১৫ হাজার টাকার ন্যূনতম মজুরির দিন শেষ। এবার এই বেতন পরিমাণ বেড়ে হতে পারে ২৫ হাজার টাকা।

কেন্দ্রীয় সরকারের কর্মচারী ভবিষ্য তহবিলে অবদানের জন্য সর্বনিম্ন মজুরি বর্তমানে ১৫ হাজার টাকা। ২০২৪ সালের বাজেটে তা বাড়িয়ে ২৫০০০ টাকা করা যেতে পারে৷ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এই প্রস্তাব তৈরি করেছে৷ আগামী ২৩ জুলাই পেশ করা বাজেটে এই ঘোষণা করে বছরের পর বছর ধরে চলে আসা দাবি পূরণ করতে পারেন অর্থমন্ত্রী, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

আর বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।