বিশ্বকাপের মঞ্চে রেকর্ড গড়লেন বুম-বুম বুমরাহ

লন্ডন: একদিনের আন্তর্জাতিক ম্যাচে দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে ১০০ উইকেটের গণ্ডি পেরোলেন যশপ্রীত বুমরাহ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে এই রেকর্ড গড়লেন তিনি৷ শ্রীলঙ্কার অধিনায়ককে আউট করে আইসিসি র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর বোলার বুমরাহ ওই মাইলস্টোনে পৌঁছে গেলেন৷ সতীর্থ মহম্মদ শামির থেকে মাত্র এক ম্যাচ বেশি খেলেছেন বুমরাহ৷ ৫৭ ম্যাচে তিনি ১০০ উইকেট নিজের ঝুলিতে নিয়ে

9db8da52f1f7e22c24f808662fa70d8f

বিশ্বকাপের মঞ্চে রেকর্ড গড়লেন বুম-বুম বুমরাহ

লন্ডন: একদিনের আন্তর্জাতিক ম্যাচে দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে ১০০ উইকেটের গণ্ডি পেরোলেন যশপ্রীত বুমরাহ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে এই রেকর্ড গড়লেন তিনি৷ শ্রীলঙ্কার অধিনায়ককে আউট করে আইসিসি র‌্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর বোলার বুমরাহ ওই মাইলস্টোনে পৌঁছে গেলেন৷ সতীর্থ মহম্মদ শামির থেকে মাত্র এক ম্যাচ বেশি খেলেছেন বুমরাহ৷ ৫৭ ম্যাচে তিনি ১০০ উইকেট নিজের ঝুলিতে নিয়ে নিয়েছেন বুমরাহ৷ আফগানিস্তানের রশিদ খান ৪৪ ম্যাচে ১০০ উইকেট পেয়ে বিশ্বে দ্রুততম বলারের তালিকায় নিজের নাম তুলে রেখেছেন৷

২০১৬ সালে জাতীয় দলে ঢোকেন বুমরাহ৷ সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর একদিনের ম্যাচের অভিষেক হয়৷  সেই ম্যাচে ১০ ওভারে ৪০ রান দিয়ে ২ উইকেট পান বুমরাহ৷ প্রথম ম্যাচেই তিনি জিতেছিলেন ভারতীয়দের মন৷ তারপর থেকে আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি৷ সীমিত ওভারের ম্যাচই নয়, টেস্ট দলেও নিয়মিত সদস্য এখন বুমরাহ৷ এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত ১৬ উইকেট পাওয়া বুমরাহ প্রতি ম্যাচেই নিজেকে চি‌নিয়েছেন৷  বাংলাদেশের বিরুদ্ধে ৫৫ রানে ৪ ইউকেট পেয়েছেন তিনি৷ এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত তাঁর এটাই সেরা পারফরম্যান্স৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *