স্বাস্থ্যসাথীর নিয়মে বড় বদল! জেনে নিন কী হতে চলেছে

কলকাতা: স্বাস্থ্যসাথী নিয়ে বড় পদক্ষাপ করল রাজ্য সরকার। কিন্তু ইদানীং সরকার স্বাস্থ্যসাথীর বিলে অনিয়মের কিছু অভিযোগ পেয়ে তৎপর হয়েছে। বিলে বেনিয়ম ঠেকাতে এবার নতুন উদ্যোগ…

কলকাতা: স্বাস্থ্যসাথী নিয়ে বড় পদক্ষাপ করল রাজ্য সরকার। কিন্তু ইদানীং সরকার স্বাস্থ্যসাথীর বিলে অনিয়মের কিছু অভিযোগ পেয়ে তৎপর হয়েছে। বিলে বেনিয়ম ঠেকাতে এবার নতুন উদ্যোগ নিল স্বাস্থ্য দফতর। কোনও রোগী যদি ১০ দিনের বেশি হাসপাতালে থাকেন, তাহলে তাঁর মেডিক্যাল অডিট হবে। এই মেডিক্যাল অডিটের পরই সরকার বিলেন টাকা পাস করবে। যে অপারেশনের জন্য রোগী ভর্তি, শুধু তার টাকাই দেবে রাজ্য সরকার। পরে অন্য কোনও সমস্যা ধরা পড়লে সেই অপারেশনের টাকা দেবে না সরকার।

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই সরকারের কাছে সরকারের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছিল। বেশ কিছু বেসরকারি হাসপাতাল নাকি বাড়তি টাকা আদায় করছিল! তার জেরেই স্বাস্থ্যসাথী নিয়ে এই নয়া নির্দেশিকা আনল রাজ্য। স্বাস্থ্যসাথী প্রকল্প অনুসারে, এই কার্ড করা থাকলে প্রত্যেক পরিবার সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবার সুযোগ পেয়ে থাকেন। হাসপাতালে ভর্তি হতে হলে চিকিৎসার জন্য আগে থেকে রোগীকে কোনও নগদ টাকা-পয়সা দিতে হবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *