বিরাট জন্মদিনে অনাথ শিশুদের পাতে খাবার জোগালো বাংলাদেশ ফ্যান ক্লাব

ঢাকা: ‘ রেকর্ড ব্রেকার-রেকর্ড মেকার’ ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ওদের ‘কলিজা’৷ প্রতিবেশী বাংলাদেশে ‘বিরাট কোহলি অফিসিয়াল ফ্যান ক্লাব অফ বাংলাদেশ’-এর পেজে তার ভক্তের সংখ্যা ইতিমধ্যেই ৩ হাজার৷ তাদের স্বপ্নের ক্রিকেটার বিরাটের ৩১বছরের জন্মদিনটিকে স্মরনীয় করে রাখতে এই বিরাটিয়ানদের উদ্যোগে দিনভর চলল নানান অনুষ্ঠান৷ এদিন শুরুতেই একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করে, তারপর তারা ওখানকার অনাথ শিশুদেরকে

বিরাট জন্মদিনে অনাথ শিশুদের পাতে খাবার জোগালো বাংলাদেশ ফ্যান ক্লাব

ঢাকা: ‘ রেকর্ড ব্রেকার-রেকর্ড মেকার’ ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ওদের ‘কলিজা’৷ প্রতিবেশী বাংলাদেশে ‘বিরাট কোহলি অফিসিয়াল ফ্যান ক্লাব অফ বাংলাদেশ’-এর পেজে তার ভক্তের সংখ্যা ইতিমধ্যেই ৩ হাজার৷  তাদের স্বপ্নের ক্রিকেটার বিরাটের ৩১বছরের জন্মদিনটিকে স্মরনীয় করে রাখতে এই বিরাটিয়ানদের উদ্যোগে দিনভর চলল নানান অনুষ্ঠান৷

বিরাট জন্মদিনে অনাথ শিশুদের পাতে খাবার জোগালো বাংলাদেশ ফ্যান ক্লাব

এদিন শুরুতেই একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করে, তারপর তারা ওখানকার অনাথ শিশুদেরকে মধ্যাহ্নভোজ করায়, তারপর বিরাট কোহলির নামে সুবিশাল কেক কেটে জন্মদিন সেলিব্রেশন করা হয়৷ অনুষ্ঠানটি হয় চট্টগ্রামের গ্রিন চিলি হোটেলে৷ প্রধান উদ্যোক্তা বিরাট কোহলি অফিসিয়াল ফ্যান ক্লাব অফ বাংলাদেশ সংস্থার সকলে, বিশেষ করে সাদ মাসুদ, ফারজানা ইয়াসমিন, মিনহাজ, সারন প্রমুখ সদস্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =