স্ত্রীকে অপমান! সৌমিত্রকে তুলোধোনা অভিষেকের

বেলিয়াতোড়: গত লোকসভা নির্বাচনে বিষ্ণুপুরে সৌমিত্র খাঁয়ের হতে প্রচার করেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল৷ বলা যায়, সৌমিত্রকে সাংসদ করার মূল কাণ্ডারি ছিলেন তিনি৷ সেই…

abhishek banerjee alternative alliance

বেলিয়াতোড়: গত লোকসভা নির্বাচনে বিষ্ণুপুরে সৌমিত্র খাঁয়ের হতে প্রচার করেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল৷ বলা যায়, সৌমিত্রকে সাংসদ করার মূল কাণ্ডারি ছিলেন তিনি৷ সেই কাণ্ডারিই এ বার তাঁর বিরোধী। তৃণমূলের টিকিটে বিষ্ণুপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন সুজাতা৷  তবে দসের কর্মীদের নানা প্রশ্নের মুখেও পড়তে হচ্ছে তাঁকে। বেলিয়াতোড়ের সভামঞ্চ থেকে সেই সব প্রশ্নের জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের বিষ্ণুপুর কেন্দ্রের প্রার্থী সুজাতা মণ্ডল। যদিও সে সবে আমল দিতে নারাজ সৌমিত্র৷

 

অভিষেক বলেন, “সৌমিত্র খাঁকে ২০১৯ সালে বাঁকুড়ায় ঢুকতে দেয়নি আদালত। ওঁর হয়ে প্রচার করেছিলেন সুজাতা। আর যেখানে ও (সৌমিত্র) নিজে প্রচার করেছিল, সেই খণ্ডঘোষে ৩০ হাজার ভোটে হেরেছিল।  এ বার সব জায়গায় গিয়ে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। যে নিজের সহধর্মিনীকে অপমান করে, সে কী ভাবে নারীদের উন্নয়ন করতে পারে? সে কী কোনও দিন পিছিয়ে পড়া মানুষের কথা বলতে পারে?”

তার আগে মঞ্চে বক্তব্য রাখেন সুজাতা৷ কাঁদো কাঁদো গলায় তিনি বলেন, “রাত সাড়ে ৩টের সময় আমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য করেছিল ও। আদালতে আমি বিচার পেয়েছি। এবার জনতার আদালতে বিচার চাই, আপনারা বিচার করবেন তো?” এর পর সৌমিত্রর সম্পত্তির হিসাব তবে সুজাতা বলেন, “ওঁর সম্পত্তি দেখেছেন? ৬ কোটি টাকার সম্পত্তি দেখিয়েছে। ওটা সরকারি৷ তাহলে ‘আনঅফিসিয়ালি’ কত আছে ভাবুন! আমার নিজের বাড়ি নেই, জমিজমা নেই। এক কাপড়ে বেরিয়ে এসেছিলাম।’’ তিনি আরও বলেন, ‘সাংসদ হয়ে বিষ্ণুপুরের মানুষের জন্য কোনও কাজ করেননি, শুধুই ফূর্তি করেছেন।” সৌমিত্রের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বলেন, “দু’নম্বরি, চরিত্রহীন, লম্পট বিজেপির প্রতিনিধিকে তাড়ান, সুজাতাকে দিল্লিতে পাঠান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *