শিলিগুড়ি থেকে রংটং, সান্ধ্য টয় ট্রেনের যাত্রী শুরু

শিলিগুড়ি: এবার সন্ধ্যায় টয় ট্রেন চালু করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। রবিবার থেকেই এই যাত্রা শুরু হয়েছে। সান্ধ্যকালীন এই টয় ট্রেন শিলিগুড়ি থেকে রংটং পর্যন্ত যাবে, আবার ফিরে আসবে। পর্যটকদের কাছে টয় ট্রেনকে জনপ্রিয় করতে এই অভিনব উদ্যোগে ট্রেনে ডাইনিং কোচও রাখা হয়েছে। শুধু তাই নয়, সেখানে মনপসন্দ খাবারও পাওয়া যাবে। ধোঁয়া ওঠা কফিতে চুমুক

শিলিগুড়ি থেকে রংটং, সান্ধ্য টয় ট্রেনের যাত্রী শুরু

শিলিগুড়ি: এবার সন্ধ্যায় টয় ট্রেন চালু করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। রবিবার থেকেই এই যাত্রা শুরু হয়েছে। সান্ধ্যকালীন এই টয় ট্রেন শিলিগুড়ি থেকে রংটং পর্যন্ত যাবে, আবার ফিরে আসবে। পর্যটকদের কাছে টয় ট্রেনকে জনপ্রিয় করতে এই অভিনব উদ্যোগে ট্রেনে ডাইনিং কোচও রাখা হয়েছে। শুধু তাই নয়, সেখানে মনপসন্দ খাবারও পাওয়া যাবে। ধোঁয়া ওঠা কফিতে চুমুক দিতে দিতে সন্ধ্যায় পাহাড়ের কোলের নৈসর্গিক দৃশ্য উপভোগ করা যাবে। এদিন পতাকা নাড়িয়ে ট্রেনের যাত্রার সূচনা করেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিভিশনাল ম্যানেজার চন্দ্রপ্রকাশ গুপ্তা। অনুষ্ঠানে ডিএইচআরের ডিরেক্টর এম কে নার্জারিও উপস্থিত ছিলেন। ডিআরএম বলেন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ের হেরিটেজ ট্রেন হিসাবে টয় ট্রেনের নতুন সার্ভিস চালু করা হল। এই ট্রেন চালিয়ে আয় করা আমাদের উদ্দেশ্য নয়। ডিএইচআরের যে ঐতিহ্য রয়েছে মানুষের কাছে সেই বার্তা দিতেই ট্রেনটি চালানো হচ্ছে। রোজই ট্রেনটি চলবে। আমরা এনিয়ে আরও বেশি প্রচারও করব। এই ভ্রমণে পর্যটকদের উৎসাহিত করার জন্য আমরা বিভিন্ন ট্যুর অপারেটরদেরও বলব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − two =