পর্যটকদের সুবিধার জন্য চালু হল ‘হুররে অ্যাপ’। আজ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে পর্যটন দপ্তরের পক্ষ থেকে তা উদ্বোধন করা হল। এই অ্যাপে রাজ্যের সব ক’টি পর্যটন কেন্দ্রের হোটেল, হোম স্টে, রেস্তরাঁর নাম-ঠিকানা থাকবে। থাকবে সেখানে থাকার রেটও। ফলে যে কোনও পর্যটক ‘HURRAY APP’ ডাউনলোড করে রাজ্যের সব হোটেল, হোম স্টে’র সম্পর্কে সব তথ্য জানতে পারবেন। এর জন্য পর্যটন দপ্তর সব হোটেল ও হোম স্টে’র মালিকদের কাছে বিশদ তথ্য চেয়েছে। এই অ্যাপ থেকেই সব হোটেল-হোম স্টে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে বলে পর্যটন সচিব অত্রি ভট্টাচার্য জানিয়েছেন।
এবার ঘরে বসেই পাওয়া যাবে ঘুরতে যাওয়ার বিস্তারিত তথ্য, অ্যাপ চালু রাজ্যের
পর্যটকদের সুবিধার জন্য চালু হল ‘হুররে অ্যাপ’। আজ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে পর্যটন দপ্তরের পক্ষ থেকে তা উদ্বোধন করা হল। এই অ্যাপে রাজ্যের সব ক’টি পর্যটন কেন্দ্রের হোটেল, হোম স্টে, রেস্তরাঁর নাম-ঠিকানা থাকবে। থাকবে সেখানে থাকার রেটও। ফলে যে কোনও পর্যটক ‘HURRAY APP’ ডাউনলোড করে রাজ্যের সব হোটেল, হোম স্টে’র সম্পর্কে সব তথ্য জানতে পারবেন।