শিলিগুড়ি: দার্জিলিংয়ে একাধিক ট্যুরিস্ট লজ তৈরি করার জন্য নকশা চূড়ান্ত করার উদ্যোগ নিল রাজ্য পর্যটন দপ্তর। পর্যটন উন্নয়ন নিগমের আওতায় ওই প্রকল্পগুলি চালু হবে। দপ্তরের কর্তারা জানিয়েছেন, লজ বা পর্যটন আবাসগুলি তৈরির সিদ্ধান্ত আগেই হয়েছিল।
এবার সেগুলির কাজে হাত দেওয়ার পর্ব শুরু হয়েছে। সেগুলির নকশা চূড়ান্ত করার জন্য আর্কিটেক্ট সংস্থা নিয়োগ করা হবে। নকশা এবং তা নির্মাণের জন্য কত খরচ হতে পারে, তার একটি আভাস দেবে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে। তার মধ্যে থেকে সেরা নকশা বেছে নেবে দপ্তর। তারপর তারা কাজের দায়িত্ব পাবে। দপ্তরের কর্তারা জানিয়েছেন, আপাতত দার্জিলিং বোটানিক্যাল গার্ডেনের পাশে ইকো রিসর্ট, ফুলবাড়ি ইকো রিসর্ট, কালেজভ্যালি ইকো রিসর্ট তৈরির জন্য নকশা চূড়ান্ত করতে চাইছে তারা। এর পাশাপাশি গাজোলডোবায় একটি মিউজিয়াম এবং বাগডোগরা যাওয়ার পথে একটি কনভেনশন সেন্টার তৈরির জন্যও নকশা চূড়ান্ত করতে চায় দপ্তর।