বাংলার পর্যটন মানচিত্রে নতুন ঠিকানা, চালু নয়া সমুদ্র সৈকত

দক্ষিণ ২৪ পরগনা: পর্যটনের নতুন ঠিকানা হিসেবে গোবর্ধনপুর সৈকত অবশেষে খুলে গেল। জেলা প্রশাসনের তরফে কার্যত উপহার পেলেন পর্যটনপ্রেমী মানুষজন। মঙ্গলবার এই সমুদ্র সৈকতে হাজির হাজির হলেন হাজার হাজার মানুষ। জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী, প্রায় ৪৫-৫০ হাজার মানুষ এদিন হাজির হয়েছিলেন। বসেছিল মেলাও। পূর্ব-পশ্চিম ও উত্তরে বিস্তীর্ণ চোখ জুড়ানো ম্যানগ্রোভের জঙ্গল, ঝাউবন আর নারকেল গাছ

বাংলার পর্যটন মানচিত্রে নতুন ঠিকানা, চালু নয়া সমুদ্র সৈকত

দক্ষিণ ২৪ পরগনা: পর্যটনের নতুন ঠিকানা হিসেবে গোবর্ধনপুর সৈকত অবশেষে খুলে গেল। জেলা প্রশাসনের তরফে কার্যত উপহার পেলেন পর্যটনপ্রেমী মানুষজন। মঙ্গলবার এই সমুদ্র সৈকতে হাজির হাজির হলেন হাজার হাজার মানুষ। জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী, প্রায় ৪৫-৫০ হাজার মানুষ এদিন হাজির হয়েছিলেন। বসেছিল মেলাও। পূর্ব-পশ্চিম ও উত্তরে বিস্তীর্ণ চোখ জুড়ানো ম্যানগ্রোভের জঙ্গল, ঝাউবন আর নারকেল গাছ দিয়ে ঘেরা ক্যানভাস।

কলকাতা থেকে ভূতল পরিবহণের রামগঙ্গার বাস ছাড়ে। তাতে করে রামগঙ্গা এসে পাথরপ্রতিমার বিডিও ও পঞ্চায়েত সমিতির সঙ্গে যোগাযোগ করতে হবে। তাদের তত্ত্বাবধানে আগ্রহী পর্যটকদের রামগঙ্গা থেকে জলযানে জি প্লট দ্বীপের চাঁদমারি ঘাট ও তারপর প্রাইভেট গাড়ি অথবা ভুটভুটিতে গোবর্ধনপুর সৈকতে পৌঁছনো যাবে। রামগঙ্গাতে সমিতির অতিথি নিবাস রয়েছে। এছাড়াও সৈকত সংলগ্ন এলাকাতে থাকার ইচ্ছা হলে সেই ব্যবস্থাও করে দেবে পঞ্চায়েত সমিতি। পর্যটকরা চাইলে গোবর্ধনপুর সৈকতকে ট্রানজিট পয়েন্ট করে সুন্দরবনের আরও গভীর কলস দ্বীপ, বনি ক্যাম্প, চুলকাটি, জম্বুদ্বীপ, ভগবৎপুর কুমির প্রকল্প, বকখালি, হেনরি আইল্যান্ড ও সাগর দ্বীপ ঘুরতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − three =