মাত্র ৪০০ টাকায় গোয়া বেড়ানোর সুযোগ দিচ্ছে IRCTC

নয়াদিল্লি: মাত্র ৪০০ টাকায় এবার বেড়াতে যাওয়া যাবে গোয়ায়। এমনই অফার নিয়ে হাজির হয়েছে ভারতীয় রেলের আইআরসিটিসি। উত্তর বা দক্ষিণ গোয়ার ক্ষেত্রে মাথা পিছু ৪০০ টাকা এবং গোটা গোয়া ঘুরতে ৬০০ টাকা। আইআরসিটিসি-র ওয়েবসাইট অনুযায়ী, কমপক্ষে চারদিন আগে বুকিং করতে হবে। ই-মেলে কনফারমেশন পাওয়ার পর বোর্ডিং পয়েন্টে আসবেন যাত্রীরা। সেখান থেকে তাঁদের গোয়া নিয়ে যাওয়া

মাত্র ৪০০ টাকায় গোয়া বেড়ানোর সুযোগ দিচ্ছে IRCTC

নয়াদিল্লি: মাত্র ৪০০ টাকায় এবার বেড়াতে যাওয়া যাবে গোয়ায়। এমনই অফার নিয়ে হাজির হয়েছে ভারতীয় রেলের আইআরসিটিসি। উত্তর বা দক্ষিণ গোয়ার ক্ষেত্রে মাথা পিছু ৪০০ টাকা এবং গোটা গোয়া ঘুরতে ৬০০ টাকা।
আইআরসিটিসি-র ওয়েবসাইট অনুযায়ী, কমপক্ষে চারদিন আগে বুকিং করতে হবে। ই-মেলে কনফারমেশন পাওয়ার পর বোর্ডিং পয়েন্টে আসবেন যাত্রীরা। সেখান থেকে তাঁদের গোয়া নিয়ে যাওয়া হবে। গোয়ায় লাক্সারি বাসে করে ভ্রমণের ব্যবস্থা করা থাকবে। উত্তর গোয়া ট্যুরে দক্ষিণ-সেন্ট্রাল গোয়া, গোয়া মিউজিয়াম, দোনা পাউলা, মিরামার বিচ, কলা অ্যাকাডেমি, পানজিম মার্কেট, মহাবীর গার্ডেন, ক্যাসিনো পয়েন্ট, রিভার বোট ক্রুজ এবং পুরোনো গোয়া। দক্ষিণ গোয়ার প্ল্যানে রয়েছে, ফোর্ট আগুডা, কন্ডোলিম বিচ, সেন্ট অ্যান্টনি চ্যাপেল, সেন্ট অ্যালেক্স চার্চ, সিনকুরিম বিচ, বাগা বিচ, অঞ্জুনা বিচ এবং আরও অনেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 7 =