দীঘার পর্যটকদের জন্য বড় ঘোষণা ভারতীয় রেলের

কলকাতা: পরিবেশ বান্ধব এবং একই সঙ্গে ‘স্মার্ট’ স্টেশন তৈরিতে এবার তৎপরতা বাড়াচ্ছে রেল। দক্ষিণ-পূর্ব রেল সূত্রের খবর, তাদের জোনে প্রথম পর্বে গুরুত্বপূর্ণ দুই স্টেশন, দীঘা এবং রাঁচিকে ‘ইকো-স্মার্ট স্টেশন’ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। তার প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই সারা। আগামী সপ্তাহ থেকে দুই স্টেশনেই পরিকাঠামোর কাজ শুরু হবে বলে খবর। স্টেশনগুলিতে থাকবে সৌরবিদ্যুতের ব্যবস্থা, ই-টয়লেট,

দীঘার পর্যটকদের জন্য বড় ঘোষণা ভারতীয় রেলের

কলকাতা: পরিবেশ বান্ধব এবং একই সঙ্গে ‘স্মার্ট’ স্টেশন তৈরিতে এবার তৎপরতা বাড়াচ্ছে রেল। দক্ষিণ-পূর্ব রেল সূত্রের খবর, তাদের জোনে প্রথম পর্বে গুরুত্বপূর্ণ দুই স্টেশন, দীঘা এবং রাঁচিকে ‘ইকো-স্মার্ট স্টেশন’ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। তার প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই সারা। আগামী সপ্তাহ থেকে দুই স্টেশনেই পরিকাঠামোর কাজ শুরু হবে বলে খবর।

স্টেশনগুলিতে থাকবে সৌরবিদ্যুতের ব্যবস্থা, ই-টয়লেট, ‘ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ সহ একগুচ্ছ নয়া পরিকাঠামো। স্টেশনগুলিতে জল এবং বিদ্যুৎ সাশ্রয় কীভাবে করা যায়, তা নিয়ে বিশেষ অডিট করানো হবে। উল্লেখযোগ্য বিষয় হল, এই দুই স্টেশনেই প্ল্যাস্টিক ক্যারিব্যাগ এবং প্ল্যাস্টিকের কাপ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হবে। ‘ইকো-স্মার্ট’ স্টেশন হিসেবে যাত্রীরা আর কী চান, তা জানাতে পারবেন অনলাইনেই। সেই ব্যবস্থা করা হচ্ছে বলে দক্ষিণ-পূর্ব রেল সূত্রের খবর। পরের পর্যায়ে আরও কয়েকটি স্টেশন এই তালিকায় ঢুকবে বলে জানা গিয়েছে।

দক্ষিণ-পূর্ব রেল সূত্রের খবর, রেলে ‘ইকো-স্মার্ট’ স্টেশনের ধারণা একেবারেই নতুন। রেল বোর্ড থেকে এ ব্যাপারে তৎপরতা বাড়াতে জোনগুলিকে বলা হয়েছে এবং কী ধরনের পরিকাঠামো রূপায়ণ জরুরি, তাও মোটের উপর ঠিক হয়েছে। রেলের এই তৎপরতাকে যাত্রীরা ইতিবাচক হিসেবেই দেখছেন। তাঁদের বক্তব্য, পরিবেশ সচেতনতা এবং উন্নত প্রযুক্তির ব্যবহার বর্তমানে সময়ের দাবি। তাই সেই কাজ গুরুত্ব দিয়েই করতে হবে। পাশাপাশি সময়ে সুষ্ঠু পরিষেবা দেওয়া, যাত্রীদের সুরক্ষা বৃদ্ধি, স্বচ্ছতা বাড়ানোর কাজও সমানতালে করে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 3 =