কলকাতা: শীতের সময় বকখালির ভিড়কে অনেক পর্যটকেরই বিশেষ পছন্দ হয় না। তাই তাঁরা কিছুটা নিরিবিলিতে বিকল্প জায়গার সন্ধান করে থাকেন। সেই উদ্দেশ্যে পর্যটক টানতে নতুন করে সেজে উঠছে সুন্দরবনের হেনরিজ আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ। দর্শকদের আকর্ষণ বাড়াতে তৈরি করা হচ্ছে ওয়াচ টাওয়ার, ক্যাফেটেরিয়া। সব মিলিয়ে পর্যটক টানতে একেবারে নতুন রূপে সেজে উঠছে হেনরিজ আইল্যান্ড। সঙ্গে ফ্রেজারগঞ্জের দশ মাইলও। রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, হেনরিজ আইল্যান্ড পর্যটন কেন্দ্রকে মূলত দু’টি ভাগে তারা তৈরি করেছে। একটি সুন্দরী এবং অন্যটি ম্যানগ্রোভ। এর মধ্যে সুন্দরী পর্যটন কেন্দ্র থেকে হেনরিজ আইল্যান্ডের সমুদ্রতট হেঁটে পাঁচ-সাত মিনিট। আর ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র থেকে সমুদ্রতটের দূরত্ব এক কিমির মধ্যে। গোটা রাস্তাতেই একের পর এক ভেড়ি, সঙ্গে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করবে বলেই নিগমের আধিকারিকদের বিশ্বাস। ম্যানগ্রোভে এতদিন ন’টি ঘরে পর্যটকদের থাকার ব্যবস্থা ছিল। সেখানে আরও তিনটি ঘর এবং একটি চারজনের থাকার ডরমেটরি এই মরশুমেই খুলে যাচ্ছে। এছাড়াও পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে রেস্তরাঁকে ইতিমধ্যে শীততাপ নিয়ন্ত্রিত তৈরি করা হয়েছে। বানানো হয়েছে একটি মন্দিরও।
নতুন করে সেজে উঠেছে হেনরিজ আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ
কলকাতা: শীতের সময় বকখালির ভিড়কে অনেক পর্যটকেরই বিশেষ পছন্দ হয় না। তাই তাঁরা কিছুটা নিরিবিলিতে বিকল্প জায়গার সন্ধান করে থাকেন। সেই উদ্দেশ্যে পর্যটক টানতে নতুন করে সেজে উঠছে সুন্দরবনের হেনরিজ আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ। দর্শকদের আকর্ষণ বাড়াতে তৈরি করা হচ্ছে ওয়াচ টাওয়ার, ক্যাফেটেরিয়া। সব মিলিয়ে পর্যটক টানতে একেবারে নতুন রূপে সেজে উঠছে হেনরিজ আইল্যান্ড। সঙ্গে ফ্রেজারগঞ্জের দশ