নীলের কোলে শ্যামল সে দ্বীপ। আরব সাগরের কোলে ভাসমান একগুচ্ছ সবুজ দ্বীপখণ্ড নিয়ে গড়ে উঠেছে লাক্ষাদ্বীপ। মোট ৩৬টি দ্বীপ রয়েছে লাক্ষাদ্বীপের সংসারে। যার মধ্যে ১১টিতে রয়েছে জনবসতি। তবে মাত্র ৬টি দ্বীপে পর্যটকদের প্রবেশাধিকার মেলে তার মধ্যে কাভারাত্তি, কালপেনি আর মিনিকয়— এই তিন দ্বীপকে নিয়ে অনবদ্য এক জাহাজ সফর প্যাকেজের ব্যবস্থা করে লাক্ষাদ্বীপ পর্যটনের অনুমোদিত একমাত্র সংস্থা Sports। পাঁচ দিনের প্যাকেজ। জাহাজেই থাকা-খাওয়ার এলাহি ব্যবস্থা। প্যাকেজটির নাম ‘সমুদ্রম প্যাকেজ’। জনপ্রতি খরচ ৩০,৫০০ টাকা। বাতানুকূল জাহাজের ডায়মন্ড ক্লাসে পর্যটকদের থাকার ব্যবস্থা।
এটি লাক্ষাদ্বীপ ভ্রমণের একমাত্র সরকারি প্যাকেজ ট্যুর। জাহাজ ছাড়বে কেরলের কোচিন থেকে। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি দিনে এই প্যাকেজ চালু থাকে। কোচিন থেকে জাহাজে প্রথম গন্তব্য কাভারাত্তি দ্বীপ। লাক্ষাদ্বীপের প্রতিটি দ্বীপেই ঘিরে রয়েছে প্রবাল প্রাচীর আর স্বচ্ছ জলের লেগুন। তাই মাঝসমুদ্রে জাহাজ দাঁড়াবে, আর সেখান থেকে ছোট মোটর বোটে করে যাত্রীদের দ্বীপে নিয়ে যাওয়া হবে। প্রতিটি দ্বীপেই সকাল থেকে বিকেল পর্যন্ত কাটিয়ে আবার জাহাজে ফেরা। কাভারাত্তিতে দেখবেন গ্লাসবটম বোটে জলের নীচের প্রবাল সাম্রাজ্য, জেলেগ্রাম, অ্যাকোয়ারিয়াম, স্থানীয় লোকনৃত্য। সাগর জলে কায়াকিং করতে পারেন। পরের দিন গন্তব্য কালপেনি দ্বীপ। এই দ্বীপে পৌঁছে আবার বোটে চেপে গন্তব্য অচেনা দ্বীপ। সেখানে রয়েছে কায়াকিং, স্নরকেলিংয়ের ব্যবস্থা। কালপেনি গ্রামটিও সুন্দর। এখানের নর্থ টিপ বিচটি অসাধারণ সুন্দর। এবার এই ট্যুরের শেষ গন্তব্য মিনিকয় দ্বীপ। এখানে লাইট হাউসের ওপর উঠে দ্বীপ দর্শন এক উপরি পাওনা। ওপর থেকে সবুজ দ্বীপ আর পান্না সবুজ রঙের জল দুনিয়ার ছবি দেখে চোখ ফেরানো দায়। মিনিকয়ের হেরিটেজ গ্রাম ঘুরে, কায়াকিং আর স্কুবা ডাইভিং করে এরপর ফিরে চলুন জাহাজে। পাঁচ দিনের ভ্রমণ শেষে জাহাজ ভিড়বে কোচিনের বন্দরে। লাক্ষাদ্বীপ পর্যটনের ওয়েবসাইট: www.lakshadweeptourism.com