বাংলার পর্যটন মানচিত্রে নতুন গন্তব্য ‘বড়দি পাহাড়’

বাঙালির পর্যটন মানচিত্রে নতুন গন্তব্য বাঁকুড়ার সারেঙ্গার বড়দি পাহাড়। স্থানীয়দের চড়ুইভাতির প্রথম পছন্দের তালিকা এই স্থানটি। পাশাপাশি এখন বাইরে থেকেও প্রচুর পর্যটক যাচ্ছেন সেখানে। লাল মাটির পথ চলতে চলতে পৌঁছে যেতেই পারেন বাঁকুড়ার সারেঙ্গার বড়দিতে। পাহাড়ের কোল ঘেঁষে একদিকে কংসাবতীর অবিরাম বয়ে যাওয়া। শাল, মহুয়ার ফাঁকে উঁকি সূর্যি মামার। দুদিকের শান্ত জঙ্গল। মাঝে বাঁকা রাস্তা।

বাংলার পর্যটন মানচিত্রে নতুন গন্তব্য ‘বড়দি পাহাড়’

বাঙালির পর্যটন মানচিত্রে নতুন গন্তব্য বাঁকুড়ার সারেঙ্গার বড়দি পাহাড়। স্থানীয়দের চড়ুইভাতির প্রথম পছন্দের তালিকা এই স্থানটি। পাশাপাশি এখন বাইরে থেকেও প্রচুর পর্যটক যাচ্ছেন সেখানে। লাল মাটির পথ চলতে চলতে পৌঁছে যেতেই পারেন বাঁকুড়ার সারেঙ্গার বড়দিতে। পাহাড়ের কোল ঘেঁষে একদিকে কংসাবতীর অবিরাম বয়ে যাওয়া। শাল, মহুয়ার ফাঁকে উঁকি সূর্যি মামার। দুদিকের শান্ত জঙ্গল। মাঝে বাঁকা রাস্তা। প্রকৃতি অপার সৌন্দর্যের ডালি উজার করে দিয়েছে। বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক ধরে প্রায় ৫০ কিলোমিটার দূরে সহজেই পৌঁছে যাওয়া যায় সারেঙ্গার পিরলগাড়ি মোড়। কিছুটা এগোলেই কালাপাথার গ্রাম সংলগ্ন বড়দি পাহাড়। প্রাকৃতিক সৌন্দর্য আর পাখির কলতানে মুখরিত হতে ভিড় জমান পর্যটকরা। প্রাকৃতিক সৌন্দর্য আর অপার শান্তির যেন এক অদ্ভুত সংমিশ্রণ। যার নাম বরদি। গুলির লড়াই থেমেছে সেই কবেই। ছন্দে ফিরেছে জঙ্গলমহল। আর এই সুযোগকে কাজে লাগিয়ে আঞ্চলিক অর্থনীতিকে উন্নত করার কাজে নেমেছে স্থানীয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + eleven =