বাজারে এল Suzuki-র নয়া বাইক, দাম ও ফিচার্স দেখলে চমকে উঠবেন

নয়াদিল্লি: ভারতে এল নতুন Suzuki Intruder৷ সুজুকির এই নয়া বাইকের দাম ১.৮ লক্ষ টাকা৷ নতুন মেটালিক ম্যাট টাইটেনিয়াম সিলভার রঙে লঞ্চ হয়েছে এই ক্রুজার বাইক৷ আগের থেকেও আরামদায়ক সফরের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে নতুন এই বাইক৷ নতুন এই বাইকে যোগ হয়েছে একগুচ্ছ নতুন ফিচার৷ এলইডি পজিশন লাইটের সঙ্গে থাকছে প্রোজেক্টার হেডল্যাম্প। এছেড়াও থাকছে সম্পূর্ণ

বাজারে এল Suzuki-র নয়া বাইক, দাম ও ফিচার্স দেখলে চমকে উঠবেন

নয়াদিল্লি: ভারতে এল নতুন Suzuki Intruder৷ সুজুকির এই নয়া বাইকের দাম ১.৮ লক্ষ টাকা৷ নতুন মেটালিক ম্যাট টাইটেনিয়াম সিলভার রঙে লঞ্চ হয়েছে এই ক্রুজার বাইক৷ আগের থেকেও আরামদায়ক সফরের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে নতুন এই বাইক৷

বাজারে এল Suzuki-র নয়া বাইক, দাম ও ফিচার্স দেখলে চমকে উঠবেননতুন এই বাইকে যোগ হয়েছে একগুচ্ছ নতুন ফিচার৷ এলইডি পজিশন লাইটের সঙ্গে থাকছে প্রোজেক্টার হেডল্যাম্প। এছেড়াও থাকছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি টেলল্যাম্প, শার্প টুইন এক্সহস্ট, টুইন সিট সেট আপ, বাকেট স্টাইল সিট। থাকছে অ্যালয় হুইল, ডিস্ক ব্রাক আর সিঙ্গেল চ্যানেল এবিএস। ইঞ্জিনে  তেমন কোনও পরিবর্তন হয়নি৷ তবে, দেওয়া হয়েছে ১৫৪.৯cc ইঞ্জিন৷ Suzuki Gixxer বাইকের ইঞ্জিন ব্যবহার হয়েছে৷ এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৪bhp শক্তি আর ১৪Nm টর্ক পাওয়া যাবে৷ সঙ্গে থাকছে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =