বছর শেষে সেরা অফার অনল Flipkart, কোন ফোনে কত ডিসকাউন্ট জানেন?

আজ, বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত বছরের সেরা সেল নিয়ে হাজির ই-কমার্স-জায়েন্ট Flipkart। এই সেলে Realme 2 Pro, Asus ZenFone Max Pro M1, Honor 9N, Nokia 5.1 Plus এর মতো জনপ্রিয় স্মার্টফোনে বড় ছাড় পাওয়া যাবে। Flipkart Mobiles Bonanza সেলে মাত্র ১২,৯৯০ টাকায় Realme 2 Pro কেনা যাবে। এই দামে 4GB RAM/ 64GB স্টোরেজ ভেরিয়েন্ট

বছর শেষে সেরা অফার অনল Flipkart, কোন ফোনে কত ডিসকাউন্ট জানেন?

আজ, বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত বছরের সেরা সেল নিয়ে হাজির ই-কমার্স-জায়েন্ট Flipkart। এই সেলে Realme 2 Pro, Asus ZenFone Max Pro M1, Honor 9N, Nokia 5.1 Plus এর মতো জনপ্রিয় স্মার্টফোনে বড় ছাড় পাওয়া যাবে।

Flipkart Mobiles Bonanza সেলে মাত্র ১২,৯৯০ টাকায় Realme 2 Pro কেনা যাবে। এই দামে 4GB RAM/ 64GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে। 6GB RAM/ 64GB স্টোরেজ ভেরিয়েন্টে Realme 2 Pro কিনতে ১৫,৯৯০ টাকা খরচ হবে। ডিসকাউন্টের পরে 8GB RAM/128GB স্টোরেজ ভেরিয়েন্টে Realme 2 Pro কিনতে ১৭,৯৯০ টাকা খরচ হবে।
Honor 9N স্নার্টফোন মাত্র ৮,৯৯৯ টাকা থেকে কেনা যাবে৷ ১১,৯৯৯ টাকায় এই ফোন লঞ্চ হয়েছিল। Honor 9N এর তিনটি স্টোরেজ ভেরিয়েন্টেই ডিসকাউন্ট দেবে Flipkart।

Nokia 5.1 Plua কিনতে খরচ হবে ৯,৯৯৯ টাকা। মাত্র ৭,৪৯৯ টাকায় পাওয়া যাবে Honor 7A। বছরের শেষ সেলে দাম কমছে জনপ্রিয় Asus ZenFone Max Pro M1 ফোনের। 3GB RAM / 64GB ভেরিয়েন্টের দাম হবে ৮,৯৯৯ টাকা৷ মাত্র ৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে Asus ZenFone Lite L1। মাত্র ১৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে Nokia 6.1 Plus। এই ফোনের প্রধান প্রতিযোগী Motorola Onne Power এর দাম কমে হবে ১৪,৯৯৯ টাকা। এছাড়াও ৫,৯৯৯ টাকায় পাওয়া যাবে Honor 7S আর Yu Ace পাওউয়া যাবে ৫,৪৯৯ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 6 =