সিম কার্ড ছাড়াই এবার বলুন অফুরন্ত কথা, কীভাবে জানেন?

কলকাতা: সিম কার্ড ছাড়াই কথা বলা যাবে সারা বছর। ইন্টারনেটের মাধ্যমে ফোন কল করা হলেও, অপর প্রান্তে যিনি ফোন ধরবেন, তাঁর ইন্টারনেট থাকার কোনও প্রয়োজনই নেই। সেই কারণেই মোবাইলে ইন্টারনেট থেকে ফোন করা যাবে যে কোনও মোবাইলে, এমনকী যে কোনও ল্যান্ডলাইনে! এই পরিষেবা ইতিমধ্যেই বাজারে এনেছে বিএসএনএল। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘উইংস’। তাদের দাবি, এদেশে

সিম কার্ড ছাড়াই এবার বলুন অফুরন্ত কথা, কীভাবে জানেন?

কলকাতা: সিম কার্ড ছাড়াই কথা বলা যাবে সারা বছর। ইন্টারনেটের মাধ্যমে ফোন কল করা হলেও, অপর প্রান্তে যিনি ফোন ধরবেন, তাঁর ইন্টারনেট থাকার কোনও প্রয়োজনই নেই। সেই কারণেই মোবাইলে ইন্টারনেট থেকে ফোন করা যাবে যে কোনও মোবাইলে, এমনকী যে কোনও ল্যান্ডলাইনে! এই পরিষেবা ইতিমধ্যেই বাজারে এনেছে বিএসএনএল।

প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘উইংস’। তাদের দাবি, এদেশে এমন প্রযুক্তির সুবিধা নেই কোথাও। মোবাইল সিম ছাড়াই কথা বলার এমন দিগন্ত খুলতে পারেনি কোনও সংস্থা। কিন্তু পরিষেবাটি নিয়ে আগ্রহ দেখা যায়নি সাধারণ মানুষের মধ্যে। তাই নতুন করে গ্রাহক ধরতে ফের উইংস নিয়ে বিপণনে জোর দিচ্ছে বিএসএনএল।

বিএসএনএল কর্তাদের বক্তব্য, যেভাবে গুগল থেকে বা হোয়্যাটস অ্যাপ থেকে ফোন কল করা যায়, এক্ষেত্রেও একই সুবিধা মিলবে। বাড়তি পাওনা বলতে, একদিকে যেমন কোনও সিমের ঝঞ্ঝাট থাকবে না, তেমনই অপর প্রান্তের ব্যক্তির কোনও ডেটা খরচের ভয় নেই। এমনকী ইন্টারনেট সংযোগ থাকারই প্রশ্ন নেই। এই পরিষেবায় ল্যান্ডলাইনকে ফের নতুন করে চাঙ্গা করার সম্ভাবনাও থাকবে বলে দাবি করেছে বিএসএনএল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =