বিরাট স্বস্তির খবর দিল ‘হু’, মোবাইল ব্যবহারে হয় না এই মারণ অসুখ

মোবাইল ব্যবহারকারীদের জন্য বিরাট স্বস্তির বার্তা হু’র কলকাতা: ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ‘হু’ মোবাইল ব্যবহারকারীদের জন্য বিরাট স্বস্তির বার্তা নিয়ে এল। যে খবর সামনে আসায়…

WHO study on mobile phone usage, mobile phone health effects

মোবাইল ব্যবহারকারীদের জন্য বিরাট স্বস্তির বার্তা হু’র

কলকাতা: ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ‘হু’ মোবাইল ব্যবহারকারীদের জন্য বিরাট স্বস্তির বার্তা নিয়ে এল। যে খবর সামনে আসায় প্রয়োজনে খোলা মনে ও নিশ্চিন্তে ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন বিশ্বের মানুষ। কী সেই খবর? সদ্য ‘হু’-এর গবেষকরা জানিয়ে দিয়েছেন অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলেও মস্তিষ্কের ক্যানসার হওয়ার সম্ভাবনা নেই। অথচ এমন একটা আশঙ্কা অনেকেরই ছিল। (WHO study on mobile phone usage, mobile phone health effects)

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গবেষণা

সেই জায়গা থেকে গোটা বিশ্ব জুড়ে সমীক্ষা চালিয়েছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। গবেষণায় বিশেষ জোর দেওয়া হয়েছিল সেই সমস্ত ব্যক্তির উপর, যাঁদের প্রয়োজনে দীর্ঘক্ষণ ফোনে কথা বলতে হয়। পেশাগত কারণে কোটি কোটি মানুষ সারাদিনের সিংহভাগ জুড়ে মোবাইল ব্যবহার করে থাকেন। আর সেই সূত্রেই ১৯৯৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৬৩টি গবেষণা রিপোর্ট একত্রিত করে তা বিশ্লেষণ করার কাজ সম্প্রতি শেষ করেছে ‘হু’। দশটি দেশের ১১ জন বিশেষজ্ঞ এই গবেষণা করেছেন।

এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল

অস্ট্রেলিয়ার ‘রেডিয়েশন প্রোটেকশন অথরিটি’ এই গবেষণায় যুক্ত ছিল। গবেষণায় এই তথ্যই উঠে এসেছে যে, মোবাইল ফোনের অত্যধিক ব্যবহার মস্তিষ্কের ক্যানসারের সংখ্যা বাড়ায়নি। এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ‘এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল’ নামে একটি জার্নালে। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি ছোটদের উপরেও এই বিষয়ে গবেষণা চালানো হয়েছিল। প্রত্যেকের শরীরে মোবাইল ফোনের রেডিয়েশনের প্রভাব খতিয়ে দেখা হয়। আর তারপরেই বিজ্ঞানীরা নিশ্চিন্ত করেছেন মোবাইল ব্যবহারকারীদের।

মোবাইল ফোন থেকে খুব সামান্য মাত্রার রেডিও তরঙ্গ বিকিরণ করে

তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বেশি মাত্রায় মোবাইল ব্যবহার করলেও মস্তিষ্কের ক্যানসার, পিটুইটারি গ্ল্যান্ডে ক্যানসার বা লিউকোমিয়া হওয়ার ভয় নেই। ‌গবেষকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মোবাইল ফোন থেকে খুব সামান্য মাত্রার রেডিও তরঙ্গ বিকিরণ করে। যার উল্লেখযোগ্য প্রভাব মানুষের শরীর স্বাস্থ্যে পড়ার প্রশ্ন উঠছে না। বলাবাহুল্য এ খবর আশ্বস্ত করল মোবাইল ব্যবহারকারীদের।

মোবাইল ফোন এখন অন্যতম দরকারি জিনিস

বর্তমান যুগে খাদ্য, বস্ত্র, বাসস্থানের পাশাপাশি মোবাইল ফোন অন্যতম দরকারি জিনিস হয়ে উঠেছে। প্রত্যন্ত গ্রাম থেকে শহর, ছোট বড় সকলের হাতে মোবাইল ফোন দেখা যায়। তাঁদের বেশিরভাগের হাতে রয়েছে স্মার্টফোন। কেউ কেউ দিনের মধ্যে টানা ১৬-১৮ ঘণ্টা মোবাইল ফোন ব্যবহার করেন। আর সেই সূত্রেই মারণ অসুখ নিয়ে আতঙ্ক তৈরি হয় মোবাইল ব্যবহারকারীদের মধ্যে।

মোবাইল ব্যবহারকারীদের জন্য  স্বস্তির

এই পরিস্থিতিতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে খুশির বার্তা দিল তাতে নিঃসন্দেহে স্বস্তি পেলেন মোবাইল ব্যবহারকারীরা। যদিও প্রয়োজন ছাড়া বেশি মোবাইল ফোন ব্যবহার করা যে উচিত নয় সেই বার্তা প্রত্যেকেই দিয়ে থাকেন। তাই এই বিষয়টিও যেন মাথায় রাখেন মোবাইল ব্যবহারকারীরা।

 

আরও পড়ুন–

এসে গেল ভিভো-র নয়া ৫জি ফোন, দাম কত জানেন?

১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে প্লে স্টোরের নিয়ম.

হোয়াটসঅ্যাপে অজানা ব্যক্তির উৎপাত? মেসেজ ব্লক করতে আসছে নয়া ফিচার্স

আইফোনের চার্জ দ্রুত ফুরচ্ছে? ১০ উপায়ে ভাল রাখুন আইফোনের ব্যাটারি.

AI ফিচার্স-সহ ভারতে লঞ্চ করল গুগল পিক্সেল ৯ প্রো সিরিজ

এবার ১০ হাজারে পেয়ে যাবেন রিয়েলমির এই নয়া ৫জি ফোন

বাজেট কম? ১৫ হাজার টাকার কমে কিনে ফেলুন ৫জি স্মার্টফোন

Technology: The World Health Organization has concluded that there is no significant link between prolonged mobile phone use and brain cancer. This reassuring news comes after decades of research and public concern. WHO study on mobile phone usage, mobile phone health effects.