এই ফোনে আজ থেকে মিলবে না হোয়াটসঅ্যাপ পরিষবা

বেশ কয়েকটি ফোনে বছরের পয়লা দিন থেকে পাওয়া যাবে না হোয়াটসঅ্যাপ। ওইসব প্ল্যাফর্ম থেকে তাদের সাপোর্ট তুলে নিচ্ছে তারা। তারা জানিয়েছে, নোকিয়া এস-৪০ ফোনে ১ জানুযারি থেকে ঙোয়াটসঅ্যাপ মিলবে না। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে না অ্যান্ড্রয়েড ওএস ভার্সন ২.৩.৭ এবং তার থেকেও পুরানো, আইওওস ৭ ফোনেও। হোয়াটসঅ্যাপ জানাচ্ছে, তারা যে ধরনের সক্ষমতা

এই ফোনে আজ থেকে মিলবে না হোয়াটসঅ্যাপ পরিষবা

বেশ কয়েকটি ফোনে বছরের পয়লা দিন থেকে পাওয়া যাবে না হোয়াটসঅ্যাপ। ওইসব প্ল্যাফর্ম থেকে তাদের সাপোর্ট তুলে নিচ্ছে তারা। তারা জানিয়েছে, নোকিয়া এস-৪০ ফোনে ১ জানুযারি থেকে ঙোয়াটসঅ্যাপ মিলবে না। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে না অ্যান্ড্রয়েড ওএস ভার্সন ২.৩.৭ এবং তার থেকেও পুরানো, আইওওস ৭ ফোনেও। হোয়াটসঅ্যাপ জানাচ্ছে, তারা যে ধরনের সক্ষমতা ভিবষ্যতে চাইছে, ওই ফোনগুলিতে তা সম্ভব নয়। তাদের পরামর্শ, নতুন এস ভার্সন বা নতুন কোনও ওএস ৪.০+ অ্যন্ড্রয়েড, আইওএস ৭+ বা উইন্ডোজ ফোন ৮.১+ ব্যবহার করুন। নতুন ডিভাইস লাগিয়ে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে হবে। একটি ফোন মাত্র একটি ফোন নম্বরই কাজ করবে। যে প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপ কাজ করবে না সেগুলি হল — Android versions older than 2.3.3, Windows Phone 7, iPhone 3GS/iOS 6, Nokia Symbian S60যেগুলিতে পাওয়া যাবে — Android running OS 4.0+, iPhone running iOS 8+, Windows Phone 8.1+, JioPhone, JioPhone 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 6 =