বেশ কয়েকটি ফোনে বছরের পয়লা দিন থেকে পাওয়া যাবে না হোয়াটসঅ্যাপ। ওইসব প্ল্যাফর্ম থেকে তাদের সাপোর্ট তুলে নিচ্ছে তারা। তারা জানিয়েছে, নোকিয়া এস-৪০ ফোনে ১ জানুযারি থেকে ঙোয়াটসঅ্যাপ মিলবে না। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে না অ্যান্ড্রয়েড ওএস ভার্সন ২.৩.৭ এবং তার থেকেও পুরানো, আইওওস ৭ ফোনেও। হোয়াটসঅ্যাপ জানাচ্ছে, তারা যে ধরনের সক্ষমতা ভিবষ্যতে চাইছে, ওই ফোনগুলিতে তা সম্ভব নয়। তাদের পরামর্শ, নতুন এস ভার্সন বা নতুন কোনও ওএস ৪.০+ অ্যন্ড্রয়েড, আইওএস ৭+ বা উইন্ডোজ ফোন ৮.১+ ব্যবহার করুন। নতুন ডিভাইস লাগিয়ে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে হবে। একটি ফোন মাত্র একটি ফোন নম্বরই কাজ করবে। যে প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপ কাজ করবে না সেগুলি হল — Android versions older than 2.3.3, Windows Phone 7, iPhone 3GS/iOS 6, Nokia Symbian S60যেগুলিতে পাওয়া যাবে — Android running OS 4.0+, iPhone running iOS 8+, Windows Phone 8.1+, JioPhone, JioPhone 2
এই ফোনে আজ থেকে মিলবে না হোয়াটসঅ্যাপ পরিষবা
বেশ কয়েকটি ফোনে বছরের পয়লা দিন থেকে পাওয়া যাবে না হোয়াটসঅ্যাপ। ওইসব প্ল্যাফর্ম থেকে তাদের সাপোর্ট তুলে নিচ্ছে তারা। তারা জানিয়েছে, নোকিয়া এস-৪০ ফোনে ১ জানুযারি থেকে ঙোয়াটসঅ্যাপ মিলবে না। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে না অ্যান্ড্রয়েড ওএস ভার্সন ২.৩.৭ এবং তার থেকেও পুরানো, আইওওস ৭ ফোনেও। হোয়াটসঅ্যাপ জানাচ্ছে, তারা যে ধরনের সক্ষমতা