বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ, ঘোষণা সংস্থার

ওয়াশিংটন: আজকের দুনিয়ায় যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে বেশ উচুতেই স্থান হোয়াটসঅ্যাপের। কিন্তু বেশ কয়েকটি হ্যান্ডসেটে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ। অন্তত এমনটাই জানিয়েছেন এই মোবাইল অ্যাপ্লিকেশন সংস্থার কর্তারা। যারা এখনও উইন্ডোজ ফোন ব্যবহার করে থাকেন তাঁরা এখন থেকেই সাবধান হয়ে যান। কারণ চলতি বছরের ৩১ ডিসেম্বর থেকে উইন্ডোজ মোবাইলে বন্ধ করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ। পাশাপাশি অ্যাপল

বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ, ঘোষণা সংস্থার

ওয়াশিংটন: আজকের দুনিয়ায় যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে বেশ উচুতেই স্থান হোয়াটসঅ্যাপের। কিন্তু বেশ কয়েকটি হ্যান্ডসেটে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ। অন্তত এমনটাই জানিয়েছেন এই মোবাইল অ্যাপ্লিকেশন সংস্থার কর্তারা।

যারা এখনও উইন্ডোজ ফোন ব্যবহার করে থাকেন তাঁরা এখন থেকেই সাবধান হয়ে যান। কারণ চলতি বছরের ৩১ ডিসেম্বর থেকে উইন্ডোজ মোবাইলে বন্ধ করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ। পাশাপাশি অ্যাপল আইফোনের আইওএস-৭ ভার্সান বা তার আগের মডেলে আগামি ফেব্রুয়ারি থেকেই তা বন্ধ হয়ে যাবে। ফলে যারা ওই ধরনের মোবাইল ব্যবহার করেন, তাঁরা এখন থেকেই নতুন ফোন কেনার চিন্তাভাবনা করতে শুরু করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =