ভুয়ো খবর রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে WhatsApp

ভুয়ো খবর ও বিদ্বেষমুলক তথ্য প্রচার রুখতে কড়া পদক্ষেপ নিল WhatsApp। ভারতে WhatsApp প্রধান অভিজিত বসু জানিয়েছেন, ভুয়ো খবর প্রচার রুখতে সক্রিয় থাকবে সংস্থা। এই বছরের শুরুতে দায়িত্ব নেওয়ার সময় থেকেই গ্রাহকের সুরক্ষা ও ভুয়ো খবরের প্রচার রুখতে সক্রিয় হয়েছিলেন অভিজিত। বলেন, “সাম্প্রতিক সিদ্ধান্তে ভুয়ো খবর প্রচারে রাশ টানা গিয়েছে। কিন্তু এই কাজ এখনও শেষ

74225fe6ba8f23b74287a74c3699b0fd

ভুয়ো খবর রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে WhatsApp

ভুয়ো খবর ও বিদ্বেষমুলক তথ্য প্রচার রুখতে কড়া পদক্ষেপ নিল WhatsApp। ভারতে WhatsApp প্রধান অভিজিত বসু জানিয়েছেন, ভুয়ো খবর প্রচার রুখতে সক্রিয় থাকবে সংস্থা। এই বছরের শুরুতে দায়িত্ব নেওয়ার সময় থেকেই গ্রাহকের সুরক্ষা ও ভুয়ো খবরের প্রচার রুখতে সক্রিয় হয়েছিলেন অভিজিত।

বলেন, “সাম্প্রতিক সিদ্ধান্তে ভুয়ো খবর প্রচারে রাশ টানা গিয়েছে। কিন্তু এই কাজ এখনও শেষ হয়নি। ভবিষ্যতে আরও মনোযোগ দিয়ে এই কাজ চালিয়ে যাব আমরা। গ্রাহকের সুরক্ষা নিশ্চিত করতেই এই কাজ চালু থাকবে।”  ভারতে রোজ ২০ কোটির বেশি গ্রাহক WhatsApp ব্যবহার করেন। গোটা বিশ্বে WhatsApp এর মোট গ্রাহক সংখ্যা ১৫০ কোটির বেশি। অভিজিত আরও বলেন, “শিঘ্রই WhatsApp এর মাধ্যমে পেমেন্ট করা যাবে। UPI পদ্ধতি ব্যবহার করে WhatsApp এ পেমেন্ট সার্ভিস কাজ করবে। এর ফলে সহজেই ভারতের WhatsApp গ্রাহকরা টাকা ট্রান্সফার করতে পারবেন। ভারতে WhatsApp এর ভবিষ্যৎ নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত। এই অ্যাপ ব্যবহার করে গোটা দেশের কয়েক কোটি গ্রাহক উপকৃত হবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *