একসঙ্গে ৫০ জনের সঙ্গে কথা বলুন, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

এতদিন ফেসবুকে ভিডিও কল মানে কয়েকজনের সঙ্গে গ্রুপে করা যেত। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও তাই। কয়েকজনের সঙ্গে ভিডিও কলে কথাবার্তা বলা যেত। কিছুদিন আগে ফেসবুক নিয়ে এসেছিল মেসেঞ্জার্স রুমস ফিচার। অনেকেই এর প্রশংসা করেছিল। এই ফিচারের সাহায্যে একসঙ্গে ৫০ জনকে একসঙ্গে নিয়ে গ্রুপ ভিডিও করে কথা বলা যায়। ফেসবুকে এর বিপুল সাড়া পেয়ে এবার হোয়াটসঅ্যাপেও এল এই ফিচার। এবার হোয়াটসঅ্যাপেও একসঙ্গে ৫০ জনের সঙ্গে ভিডিও কল করে কথা বলা যাবে। 

 

নয়াদিল্লি: এতদিন ফেসবুকে ভিডিও কল মানে কয়েকজনের সঙ্গে গ্রুপে করা যেত। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও তাই। কয়েকজনের সঙ্গে ভিডিও কলে কথাবার্তা বলা যেত। কিছুদিন আগে ফেসবুক নিয়ে এসেছিল মেসেঞ্জার্স রুমস ফিচার। অনেকেই এর প্রশংসা করেছিল। এই ফিচারের সাহায্যে একসঙ্গে ৫০ জনকে একসঙ্গে নিয়ে গ্রুপ ভিডিও করে কথা বলা যায়। ফেসবুকে এর বিপুল সাড়া পেয়ে এবার হোয়াটসঅ্যাপেও এল এই ফিচার। এবার হোয়াটসঅ্যাপেও একসঙ্গে ৫০ জনের সঙ্গে ভিডিও কল করে কথা বলা যাবে। 

এর প্রক্রিয়া বেশ সহজ। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার রুম ব্যবহার করতে হলে আপনার মোবাইলে এই অ্যাপের সাম্প্রতিকতম ভার্সনটি থাকতে হবে। এমনকী ফেসবুক মেসেঞ্জারও আপডেটেড থাকতে হবে। তবেই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার রুমে কথা বলা যাবে। এর জন্য-

১. প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে কল অপশন সিলেক্ট করতে হবে।

২. এরপর ক্রিয়েট আ রুম অপশনে গিয়ে ক্লিক করুন।

৩. এরপর কন্টিনিউ ইন মেসেঞ্জার অপশনে যেতে হবে। সেখান থেকেই খুলবে মেসেঞ্জার অ্যাপ।

৪. এরপর ক্লিক করতে হবে ট্রাই ইট, হোয়েন প্রম্পটেডে।

৫. এরপর ক্রিয়েট রুমে ক্লিক করুন।

৬. আপনার রুমের একটি নাম দিতে হবে। সেটি নির্ধারিত করে নাম দিন।

৭. এরপর সেন্ড লিঙ্ক অন হোয়াটসঅ্যাপ অপশনে ক্লিক করুন। এর ফলে ফের খুলে যাবে হোয়াটসঅ্যাপ।

৮. এবার এই রুমের লিঙ্ক কন্যাক্ট বা গ্রুপে শেয়ার করতে পারবেন আপনি।

হোয়াটসঅ্যাপে রুমসে যোগ দিতে হলে কী করবেন?

১. হোয়াটসঅ্যাপে আপনার বন্ধু বা পরিচিয় যে রুম লিঙ্ক পাঠেয়েছে সেখানে ক্লিক করুন।

২. ওই লিঙ্কে ক্লিক করলে আপনি মেসেঞ্জার অ্যাপ বা ওয়েবসাইটে পৌঁছতে পারবেন।

৩. এই রুমে একে একে যোগ দিলে একসঙ্গে ৫০ জনের সঙ্গে ভিডিও বা অডিও কলে কথা বলতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 18 =